ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বলিউডের চিরকুমার সালমান খান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৫৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • / 130

নিউজ লাইট ৭১: বলিউডের চিরকুমার সালমান খান। কখনো প্রকাশ্যে কোন নারীকে গুরুত্ব দেন না তিনি। তবে একজন নারীকে বেশ গুরুত্ব দেন সালমান। এমনকি তাকে ঘুমানোর আগে জুম করে দেখেন তিনি।

বিজ এশিয়া লাইভের এক প্রতিবেদনে বলা হয়, রোববার মুম্বাই পুলিশের বার্ষিক অনুষ্ঠান ‘উমাঙ্গ’-এ গিয়েছিলেন সালমান খানসহ বলিউডের অনেক তারকা। ‘দাবাং’ ছবির মতো করেই মঞ্চে এসে হাজির হয়েছিলেন সালমান। সেখানে ‘দাবাং থ্রি’ ছবির ‘মুন্নি বদনাম হুয়া’ গানের সঙ্গে দলবল নিয়ে নাচ করেছেন তিনি।

হঠাৎ করেই ক্যাটরিনা কাইফ ও কপিল শর্মাকে তার সঙ্গে নাচার জন্য আহ্বান জানান সালমান। তিনজনের নাচ শেষ হতেই উপস্থাপক কপিল শর্মা সালমানকে জিজ্ঞেস করেন, ফেসবুকে আপনাকে তো অনেক নারীভক্তই মেসেজ পাঠান। কখনো কারও প্রোফাইলে ঢুকে তাদের কারো ছবি জুম করে দেখেছেন? এ সময় ক্যাটরিনাকেও মঞ্চে ডেকে নেন কপিল।

মুচকি হেসে সালমান জবাব দেন, কোনো নারীর ছবিই কখনো জুম করে দেখিনি, তবে প্রায়ই ক্যাটরিনার ছবি জুম করে দেখি।

তার এ মন্তব্যে হাসি আর করতালিতে ফেটে পড়ে মিলনায়তন। তবে শাড়ি পরা ক্যাটরিনা পাশে থাকার কারণেই সালমান এমন জবাব দিয়েছেন, নাকি সত্যিই তিনি এমন কিছু করেন, সেটা এক রহস্য।

Tag :

শেয়ার করুন

বলিউডের চিরকুমার সালমান খান

আপডেট টাইম : ০৯:৫৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: বলিউডের চিরকুমার সালমান খান। কখনো প্রকাশ্যে কোন নারীকে গুরুত্ব দেন না তিনি। তবে একজন নারীকে বেশ গুরুত্ব দেন সালমান। এমনকি তাকে ঘুমানোর আগে জুম করে দেখেন তিনি।

বিজ এশিয়া লাইভের এক প্রতিবেদনে বলা হয়, রোববার মুম্বাই পুলিশের বার্ষিক অনুষ্ঠান ‘উমাঙ্গ’-এ গিয়েছিলেন সালমান খানসহ বলিউডের অনেক তারকা। ‘দাবাং’ ছবির মতো করেই মঞ্চে এসে হাজির হয়েছিলেন সালমান। সেখানে ‘দাবাং থ্রি’ ছবির ‘মুন্নি বদনাম হুয়া’ গানের সঙ্গে দলবল নিয়ে নাচ করেছেন তিনি।

হঠাৎ করেই ক্যাটরিনা কাইফ ও কপিল শর্মাকে তার সঙ্গে নাচার জন্য আহ্বান জানান সালমান। তিনজনের নাচ শেষ হতেই উপস্থাপক কপিল শর্মা সালমানকে জিজ্ঞেস করেন, ফেসবুকে আপনাকে তো অনেক নারীভক্তই মেসেজ পাঠান। কখনো কারও প্রোফাইলে ঢুকে তাদের কারো ছবি জুম করে দেখেছেন? এ সময় ক্যাটরিনাকেও মঞ্চে ডেকে নেন কপিল।

মুচকি হেসে সালমান জবাব দেন, কোনো নারীর ছবিই কখনো জুম করে দেখিনি, তবে প্রায়ই ক্যাটরিনার ছবি জুম করে দেখি।

তার এ মন্তব্যে হাসি আর করতালিতে ফেটে পড়ে মিলনায়তন। তবে শাড়ি পরা ক্যাটরিনা পাশে থাকার কারণেই সালমান এমন জবাব দিয়েছেন, নাকি সত্যিই তিনি এমন কিছু করেন, সেটা এক রহস্য।