জার্মানিতে সম্প্রীতির ইফতার মাহফিল
- আপডেট টাইম : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / 32
জার্মানিতে অভিবাসী মুসলমানদের সংখ্যা প্রায় ৭ লাখেরও বেশী। দেশটিতে ইসলামের ইতিহাস ও সৌন্দর্য্য তুলে ধরার পাশাপাশি নানা ধর্মের ও বর্ণের মানুষের মধ্যে ভাতৃত্ববোধ বাড়াতে ইফতার মাহফিলের আয়োজন করে বার্লিনের চারলট্টেনবার্গের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ভোজন বিলাস কালচারাল সেন্টার।
স্থানীয় সময় শনিবার বিকেলে অনুষ্ঠিত এমন মাহফিল জার্মান সমাজে সকল ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়তা করবে বলে জানান সংগঠনের সংগঠনের সভাপতি আবু হানিফ। প্রবাসী বাংলাদেশিদের সংগঠনটির এমন মানবিক উদ্যেগে খুশী স্থানীয় জার্মানসহ সর্বস্তরের প্রবাসীরা।
ইফতার মাহফিলে বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী ছাড়াও ছিল বাংলা খাবারের বিশেষ আয়োজন। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন সোহাইব বাসাল ও হাজেন ফারাজ। আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ আসসালাম পরিচালনা কমিটির সভাপতি নাদিম গারিব ও কমিউনিটি ব্যাক্তিত্ব নূর চৌধুরী জিয়া।
সার্বিক তত্বাবধানে প্রবাসী মোবারক হাসান ও আলমগীর হোসেন ছাড়াও বার্লিনের স্থানীয় বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন উপস্থিত।
নিউজ লাইট ৭১