সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা
- আপডেট টাইম : ০৬:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / 29
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোর রাতে নওগাঁর বদলগাছি উপজেলার গোরশাহী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার গোরশাহী গ্রামের তছির উদ্দিন মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৫৭) ও একই গ্রামের আজু খাঁর ছেলে কুদ্দুস খাঁ (৪০)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, নুরুল ইসলাম একজন প্রতারক সিন্ডিকেটের মূলহোতা। নুরুল ও তার সহযোগী কুদ্দুস র্দীঘদিন ধরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার করে আসছিল। সে চাকরি প্রার্থীদের আশ্বস্ত করে যে, উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে তার ভাল সর্ম্পক আছে। এমন কথা বলে ২০২৩ সালে সোনাবহিনীতে নিয়োগ চলাকালে নুরুল ও কুদ্দুস ওমর ফারুক নামে একজনকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ১২ লক্ষ টাকা চুক্তিতে নগদ ৮ লাখ টাকা হাতিয়ে নেয় এবং একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করেন।
পরবর্তীতে ওমর ফারুক নিয়োগকৃত পদে যোগদান করতে গেলে ভুয়া নিয়োগ পত্রের বিষয়টি জানতে পেরে নুরুল ও কুদ্দুসের বিরুদ্ধে জয়পুরহাট র্যাব ক্যাম্পে প্রতারণার অভিযোগ করেন। এরপর র্যাব অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
নিউজ লাইট ৭১