ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধীর চা দোকানে হামলা ও ভাঙচুর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • / 31

ছবি: নিউজ লাইট ৭১

গত ০১/০৪/২০২৪ ইং তারিখে আনুমানিক বেলা ০১.৩০ ঘটিকার সময় বরিশাল সদর জেলা পরিষদ এর চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেব এর উপস্থিতিতে নেতা বাহিনী জামাল হাওলাদার এর চা দোকানে হামলা ও ভাঙচুর করে ২৫,০০০/- টাকার ক্ষতি সাধন করে কিছু বুঝে উঠার আগেই।

প্রতিবন্ধী ও ভূমিহীন জামাল হাওলাদার চা এর দোকান করে দুমুটো খেয়ে পরে ভালই চলছিল। তার আর কোন আয়ের পথ নাই। স্ত্রী ও কন্যা সন্তান নিয়া অনাহারে , অর্ধাহারে দিন যাপন করছে। মানবিক দিক বিবেচনা করে এই চা দোকান করার অনুমতি দেন তখনকার ডিসি জসিম হায়দার স্যার। ডিসি জসিম হায়দার স্যার বদলী হইলে উনার কর্মচারীদের বলে যান চা দোকানদার জামাল হাওলাদার কে যেন উচ্ছেদ করা না হয়।

নতুন ডিসি স্যার এসে তার সীমানার ভেতরে থাকা সমস্ত দোকান উচ্ছেদ করে। আমি কোন উপায় না পাইয়া রাস্তার পাশে চা দোকান করি। কেন চেয়ারম্যান আমার চা দোকানের ক্ষতি সাধন করলো। আমার মতো আরো চা দোকানদার ঠিকই ব্যবসা করছে। বর্তমানে আর দশ জনের মতো করে চা দোকান করে দুমুটো ডাল , ভাত খেয়ে চলতে পারি তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

মোঃনূরুল হক মৃধা/ নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

প্রতিবন্ধীর চা দোকানে হামলা ও ভাঙচুর

আপডেট টাইম : ০২:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

গত ০১/০৪/২০২৪ ইং তারিখে আনুমানিক বেলা ০১.৩০ ঘটিকার সময় বরিশাল সদর জেলা পরিষদ এর চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেব এর উপস্থিতিতে নেতা বাহিনী জামাল হাওলাদার এর চা দোকানে হামলা ও ভাঙচুর করে ২৫,০০০/- টাকার ক্ষতি সাধন করে কিছু বুঝে উঠার আগেই।

প্রতিবন্ধী ও ভূমিহীন জামাল হাওলাদার চা এর দোকান করে দুমুটো খেয়ে পরে ভালই চলছিল। তার আর কোন আয়ের পথ নাই। স্ত্রী ও কন্যা সন্তান নিয়া অনাহারে , অর্ধাহারে দিন যাপন করছে। মানবিক দিক বিবেচনা করে এই চা দোকান করার অনুমতি দেন তখনকার ডিসি জসিম হায়দার স্যার। ডিসি জসিম হায়দার স্যার বদলী হইলে উনার কর্মচারীদের বলে যান চা দোকানদার জামাল হাওলাদার কে যেন উচ্ছেদ করা না হয়।

নতুন ডিসি স্যার এসে তার সীমানার ভেতরে থাকা সমস্ত দোকান উচ্ছেদ করে। আমি কোন উপায় না পাইয়া রাস্তার পাশে চা দোকান করি। কেন চেয়ারম্যান আমার চা দোকানের ক্ষতি সাধন করলো। আমার মতো আরো চা দোকানদার ঠিকই ব্যবসা করছে। বর্তমানে আর দশ জনের মতো করে চা দোকান করে দুমুটো ডাল , ভাত খেয়ে চলতে পারি তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

মোঃনূরুল হক মৃধা/ নিউজ লাইট ৭১