গৃহবধুকে ধর্ষণ, গ্রেপ্তার ১
- আপডেট টাইম : ০৬:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / 29
জয়পুরহাটে এক গৃহবধুকে অপহরণের পর ধর্ষণের মামলায় শান্ত চন্দ্র (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। এর আগে গত রাতে নাটোরের সুলতানপুর থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শান্ত চন্দ্র জয়পুরহট সদর উপজেলার বড়তাজপুর পাহানপাড়ার নির্মন চন্দ্রের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেপ্তারকৃত আসামী ওই নারীকে প্রায় সময় অশ্লীল আচরণ ও কুপ্রস্তাব দিতো। গত ৩১ জানুয়ারি সে সহযোগীদের নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে।
পরবর্তীতে ভুক্তভোগির পরিবার অনেক খোঁজা-খুঁজির পর মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ধর্ষক শান্ত চন্দ্রের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। পরে আদালতে মামলা দায়ের হলে র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ লাইট ৭১