শিরোনাম :
২০ স্বর্ণের বারসহ আটক ২
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১১:১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / 29
ভারতে পাচারকালে জয়পুরহাটে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মুল্যের প্রায় ২০০ ভরি ওজনের ২০টি স্বর্ণের বারসহ দুই সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। পাঁচবিবি উপজেলার উচনা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, একদল চোরাকারবারি পাঁচবিবির উচনা এলাকা দিয়ে ভারতে সোনা পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়।
জব্দ করা ২ কেজি ৩৩২ গ্রাম স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ২৯ লক্ষ ২১ হাজার ৬৪ টাকা। পরে তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :