কোটি টাকা খরচ করে শূন্য হাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
- আপডেট টাইম : ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / 108
নিউজ লাইট ৭১: কোটি টাকা খরচ করে শূন্য হাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় মাহমুদউল্লাহরা।
সূচি অনুযায়ী প্রথম দফায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ।
বৃষ্টির কারণে গতকাল সোমবার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়।
পরে রাতেই ঢাকার উদ্দেশে লাহোর ছাড়ে বাংলাদেশ দল। মূলত পাকিস্তানে কড়া নিরাপত্তার মধ্যে ছিল টাইগাররা।
এই বন্দিজীবন থেকে মুক্তি পেতে একদিন আগেই দেশ ছাড়ে তারা।
পাকিস্তান সফরে অন্তত একটি ম্যাচ জিততে পারলেও নিজেদের অবস্থান ধরে রাখতে পারতো বাংলাদেশ।
কিন্তু তা আর হলো কোথায়। এক ম্যাচ হাতে রেখে আগেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০তে হেরে বসে ছিলো মাহমুদউল্লাহরা।
বলতে গেলে এই সফরে বাংলাদেশের কোনো প্রাপ্তি নামক শব্দ নেই।
কোনোরকম লড়াই ছাড়াই পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারে বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের লজ্জা পায় টাইগাররা।
ফলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। অথচ পাকিস্তান সফরে ক্রিকেটারদের আসা-যাওয়ার খরচ এক কোটি ২৭ লাখ টাকার বেশি।
এত টাকা খরচ করেও যদি কোনো সাফল্য না থাকে তাহলে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় আবারো ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এ দফায় মাত্র একটি টেস্ট খেলে আবারো দেশে ফিরবে টাইগারবাহিনী।
সিরিজের বাকি থাকা এক টেস্টের আগে একটি ওয়ানডে খেলবে পাকিস্তান। এই তিন দফার মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের পাকিস্তান সফর।