শিরোনাম :
১০ জুয়াড়ি আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / 39
টাঙ্গাইলের কালিহাতীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মার্চ) দুপুরে আটককৃত জুয়াড়িদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কালিহাতী উপজেলার রামপুর গ্রামের মোহাম্মদ আলী(৪৮), বকুল মিয়া(৪৮), মিন্টু মিয়া (৪৭),মজিবর রহমান(৫২), ফজল হক (৪৮), আইয়ুব আলী(৫৫), জন্টু মিয়া(৪০), মোহাম্মদ আলী(৩৮), শফিকুল(৪২), ইয়াসিন আলী(৪৬)।
এলাকাবাসী জানায়, এরা প্রতিদিন ওই এলাকায় হাজার হাজার টাকার জুয়ার আসর বসায়। এলাকার কতিপয় অর্থলোভী প্রভাবশালী লোকদের ম্যানেজ করে জুয়ারুরা সারা বছর লাখ লাখ টাকার জুয়া খেলে থাকে।
কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যারা জুয়ার সঙ্গে জড়িত তাদের আটক করা হয়েছে। আটককৃত জুয়াড়িদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :