ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কৃষক খুন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৪০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • / 28

বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কৃষক খুন। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে ছুরিকাঘাতে আব্দুল বারেক (৬২) নামে এক বৃদ্ধ কৃষক খুন হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার গোসাইপুর ইউনিয়নের পশ্চিম বাদেঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বারেক একই গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের মেয়ে আবেদা বেগম ও জবেদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

পুলিশ আবুল কাশেম ওরফে বনারী (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। বনারী একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ফসলের মাঠের খোঁজ খবর নিয়ে আব্দুল বারেক বাড়ি ফিরছিলেন। এ সময় তার পথরোধ করে স্থানীয় আবুল কাশেম বারেকের পেটে হঠাৎ ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় বারেক। পরে এলাকাবাসী ঘাতক আবুল কাশেম ওরফে বনারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গোসাইপুর ইউপি চেয়ারম্যান শাহজামাল আশিক বলেন, দীর্ঘদিন যাবত আবুল কাশেম মানসিক সমস্যায় ভুগছে। এ কারণে সে হয়তো এমন কাজ করতে পারে।

এসআই আনিসুর রহমান জানান, নিহতের পেটের নাভির উপরে ছুরির আঘাত লাগায় প্রচন্ড বেগে রক্তপাত হয়। এ কারণে ঘটনাস্থলেই প্রাণ হারায় আব্দুল বারেক। অভিযুক্ত ঘাতক আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কৃষক খুন

আপডেট টাইম : ১০:৪০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

শেরপুরের শ্রীবরদীতে ছুরিকাঘাতে আব্দুল বারেক (৬২) নামে এক বৃদ্ধ কৃষক খুন হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার গোসাইপুর ইউনিয়নের পশ্চিম বাদেঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বারেক একই গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের মেয়ে আবেদা বেগম ও জবেদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

পুলিশ আবুল কাশেম ওরফে বনারী (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। বনারী একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ফসলের মাঠের খোঁজ খবর নিয়ে আব্দুল বারেক বাড়ি ফিরছিলেন। এ সময় তার পথরোধ করে স্থানীয় আবুল কাশেম বারেকের পেটে হঠাৎ ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় বারেক। পরে এলাকাবাসী ঘাতক আবুল কাশেম ওরফে বনারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গোসাইপুর ইউপি চেয়ারম্যান শাহজামাল আশিক বলেন, দীর্ঘদিন যাবত আবুল কাশেম মানসিক সমস্যায় ভুগছে। এ কারণে সে হয়তো এমন কাজ করতে পারে।

এসআই আনিসুর রহমান জানান, নিহতের পেটের নাভির উপরে ছুরির আঘাত লাগায় প্রচন্ড বেগে রক্তপাত হয়। এ কারণে ঘটনাস্থলেই প্রাণ হারায় আব্দুল বারেক। অভিযুক্ত ঘাতক আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

নিউজ লাইট ৭১