ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাশ, চেক কিংবা ক্রেডিট কার্ডের ঝামেলা শেষ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • / 109

ক্যাশ, চেক কিংবা ক্রেডিট কার্ডের ঝামেলা শেষ। এখন থেকে হাতের তালুতে করা যাবে বিল পরিশোধ! ভাবছেন এটা আবার কিভাবে? হাতের তালুতে অনেক সহজেই করা যাবে মূল্য পরিশোধ। এবার ক্রেতাদের তালু স্ক্যান করে মূল্য পরিশোধ সেবা দেয়ার পরিকল্পনা করছে অ্যামাজন।

নতুন এই পদ্ধতিতে অ্যামাজন শপ কিংবা কোনো প্রতিষ্ঠানে কেনাকাটা করার পর নির্দিষ্ট স্থানে হাত রাখলেই পরিশোধ হয়ে যাবে অর্থ। এতে পিনের ঝামেলা না থাকায় সময়ও নষ্ট হবে না গ্রাহকদের। সেজন্য আগে থেকেই গ্রাহকের পরিচয় ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে হাতের তালু স্ক্যান করতে হবে।

সেটা কিভাবে? জানা গেছে হাতের তালুতে থাকা শিরা বা ধমনি স্ক্যান করার মাধ্যমে করা যাবে যেকোন মূল্যের বিল পরিশোধ। এই পদ্ধতিতে আঙুলের ছাপ নকল হওয়ার ভয়ে অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে সমর্থন জানিয়েছে।

Tag :

শেয়ার করুন

ক্যাশ, চেক কিংবা ক্রেডিট কার্ডের ঝামেলা শেষ

আপডেট টাইম : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০

ক্যাশ, চেক কিংবা ক্রেডিট কার্ডের ঝামেলা শেষ। এখন থেকে হাতের তালুতে করা যাবে বিল পরিশোধ! ভাবছেন এটা আবার কিভাবে? হাতের তালুতে অনেক সহজেই করা যাবে মূল্য পরিশোধ। এবার ক্রেতাদের তালু স্ক্যান করে মূল্য পরিশোধ সেবা দেয়ার পরিকল্পনা করছে অ্যামাজন।

নতুন এই পদ্ধতিতে অ্যামাজন শপ কিংবা কোনো প্রতিষ্ঠানে কেনাকাটা করার পর নির্দিষ্ট স্থানে হাত রাখলেই পরিশোধ হয়ে যাবে অর্থ। এতে পিনের ঝামেলা না থাকায় সময়ও নষ্ট হবে না গ্রাহকদের। সেজন্য আগে থেকেই গ্রাহকের পরিচয় ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে হাতের তালু স্ক্যান করতে হবে।

সেটা কিভাবে? জানা গেছে হাতের তালুতে থাকা শিরা বা ধমনি স্ক্যান করার মাধ্যমে করা যাবে যেকোন মূল্যের বিল পরিশোধ। এই পদ্ধতিতে আঙুলের ছাপ নকল হওয়ার ভয়ে অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে সমর্থন জানিয়েছে।