ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৮:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / 33
রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সময় টিভির সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করায় ভুয়া সাংবাদিক মো. নাজমুল হাসান মিন্টু (২৪) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ী সদর থানায় এক প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, সময় টিভির রাজবাড়ী প্রতিনিধির মো. আশিকুর রহমানের পরিচয় দিয়ে একজন ভুয়া সাংবাদিক বিভিন্ন সময়ে মিথ্যা সংবাদ প্রচারের ভয় দেখিয়ে জনসাধারণের নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে, বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে লোকজনকে অবৈধ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায় করা সহ চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে রাজবাড়ী থানা পুলিশ ভুয়া সাংবাদিক সম্পর্কে নজরদারী চালায়। রাজবাড়ী থানা পুলিশ নজরদারী চালিয়ে ভুয়া সাংবাদিক মো. নাজমুল হাসান মিন্টুকে গত বুধবার দুপুর আড়াই টার সময় রাজবাড়ী থানার আনছার ক্যাম্প মোড় থেকে আটক করে। পরে ভুয়া সাংবাদিককে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার যে, সময় টিভির রাজবাড়ী প্রতিনিধির মো. আশিকুর রহমানের পরিচয় সহ বিভিন্ন সাংবাদিকের পরিচয় দিয়ে ভুয়া সাংবাদিক হিসাবে সে বিভিন্ন সময় মিথ্যা সংবাদ প্রচার করার ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে টাকা আদায় করেছে।
তিনি বলেন, ভুয়া সাংবাদিক মো. নাজমুল হাসান মিন্টুর নিকট থেকে সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মো. আশিকুর রহমানের পরিচয় ব্যবহার করে ভুয়া আইডি কার্ড ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। পরে ভুয়া সাংবাদিক পরিচয়ে আইডি কার্ড ও ভিজিটিং কার্ড নিয়ে প্রেসক্লাবে খোঁজ নিয়ে জানা যায় সে, রাজবাড়ী প্রেস ক্লাবের সদস্য নয়, এবং সময় টেলিভিশনের সাংবাদিক নয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে রাজবাড়ী শহরের হোটেল সমবায় আবাসিকের ম্যানেজার জগদীশ চন্দ্র দাস বাদী হয়ে বুধবার রাজবাড়ী সদর থানায় সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদাদাবী, ভয়ভীতি প্রদর্শন ও হোটেল একাধারে দীর্ঘদিন থাকার পরও টাকা না দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।
নিউজ লাইট ৭১