শিরোনাম :
ভারসাম্যহীন নারীকে মারধর
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / 54
সুনামগঞ্জের মধ্যনগরে এক মানসিক ভারসাম্যহীন নারীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে মধ্যবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নতুন বাজার এলাকায় অমানবিক মারধরের ঘটনা ঘটে।
অভিযুক্ত দাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে ঈসমাইল হোসেন (৪৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ওই নারী উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর নতুন বাজার এলাকায় অবস্থান করে আসছেন। প্রায় সময়ই গান গেয়ে বেড়ায় ওই নারী।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়েছি।
নিউজ লাইট ৭১
Tag :