মামলার আসামি গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৮:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / 29
চাঁদাবাজি, হত্যাচেষ্টা, অন্যের জমি জবর দখলসহ নানা অপরাধের প্রায় দেড় ডজন মামলার আসামি পেকুয়ার আলোচিত নুরুল আলমকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
নুরুল আলম উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাঁকোরপাড় স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পেকুয়া থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, নুরুল আলমের বিরুদ্ধে কোর্টে ও থানায় একাধিক অভিযোগ রয়েছে। গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা মেজবাউল হক চৌধুরী তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত তা পেকুয়া থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু করতে নির্দেশ দেন। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইলিয়াছ বলেন, নুরুল আলম নামের এক আসামিকে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।
নিউজ লাইট ৭১