পাকিস্তান যাচ্ছে টাইগাররা
- আপডেট টাইম : ০৭:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
- / 126
নিউজ লাইট ৭১: তিন ফরম্যাটে খেলতে তিন ধাপে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। তিন সফরের প্রথমটি শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় বুধবার রাত ৮টায় বাংলাদেশ বিমানের বিশেষ ভাড়া করা চাটার্ড ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে জাতীয় দল।
প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রার পর রাত সাড়ে ১১টা নাগাদ টি-টোয়েন্টি সিরিজের আয়োজক শহর লাহোর পৌঁছাবেন মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালরা।
আগামী ২৪ জানুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
পরের দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ তারিখ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের নিরাপত্তার জন্য লাহোরে মোতায়েন থাকবে ১০ হাজার পুলিশ, ১৭ এসপি, ৪৮ ডিএসপি, ১৩৪ ইনসপেক্টর এবং ৫৯২ জন অধস্তন নিরাপত্তাকর্মী।
যদিও পেস বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন সাবেক লঙ্কান পেসার ও কোচ চম্পকা রামানায়েকে (বর্তমানে বাংলাদেশের এইপি ইউনিটের কোচ)।
তবে আগে থেকেই শোনা যাচ্ছিল, পাকিস্তান সফরে দলের সঙ্গে যোগ দিতে পারেন ওটিস গিবসনও। এ ব্যাপারে নিশ্চিত করেছে বিসিবিও। বাংলাদেশের এ নতুন পেস বোলিং কোচ পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকেই কাজ শুরু করবেন দলের সঙ্গে।
এরপর প্রথম টেস্টের জন্য আবারও বাংলাদেশ যাবে পাকিস্তান, রাওয়ালপিন্ডিতে সে ম্যাচ হবে ৭-১১ ফেব্রুয়ারি। এরপর পাকিস্তান সুপার লিগ হওয়ার কথা, ২২ মার্চ শেষ হবে সেটি। এরপর তৃতীয় দফা আবারও পাকিস্তান গিয়ে বাংলাদেশ খেলবে একটি টেস্ট ও একটি ওয়ানডেও। ৩ এপ্রিল একমাত্র ওয়ানডের পর ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট হবে করাচিতে।
এফটিপিতে ২টি টেস্টের সঙ্গে- যেগুলো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত- ৩টি টি-টোয়েন্টি থাকলেও যুক্ত করা হয়েছে একমাত্র ওয়ানডে ম্যাচও।
এর আগে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের এ সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আগে টি-টোয়েন্টি সিরিজ খেলে পরে টেস্টের ব্যাপারে সিদ্ধান্ত, বিসিবির এমন প্রস্তাবের প্রেক্ষিতে আগে টেস্ট সিরিজ খেলে আসতে বলেছিল পাকিস্তান। তবে বাংলাদেশ অটল ছিল নিজেদের প্রস্তাবে। কোচিং স্টাফের সদস্য ও ক্রিকেটাররা সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে চান না বলে জানিয়েছিল বিসিবি।