নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় আজ
- আপডেট টাইম : ০২:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / 61
দিনের সফরের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৪ জানুয়ারি) কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন শেখ হাসিনা।
বিকেলে উপজেলা পরিষদ মাঠে দলের নেতাকর্মীদের সাথে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হবে। মতবিনিয় শেষে ওইদিনই সড়ক পথে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে এলাকার নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তাকে শুভেচ্ছা জানাতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জেলা জুড়ে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা।
এর আগে শনিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন শেখ হাসিনা।
নিউজ লাইট ৭১