ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • / 114

নিউজ লাইট ৭১: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর তিন শতাধিক সুবিধা বঞ্চিত শিশু-কিশোরের মাঝে গতকাল বুধবার দুপুরে মুজিববর্ষ-২০২০ উপলক্ষে দৌলতদিয়া মুক্তি মহিলা মাঠ প্রাঙ্গণে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।

রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীরের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর অব্দুল জব্বার, মাদারীপুর হাইওয়ে রিজিওনাল অঞ্চলের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামন চৌধুরী আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুজ্জামান, গোয়ালন্দ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন গেদু, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগম, সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের সংগঠন চাইল্ড ক্লাবের সদস্য ফরহাদ হোসেন রাসেল।

শিক্ষা উপকরণ বিতরণকালে ডিআইজি হাবিবুর রহমান দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের শ্রমের টাকায় যাতে কেউ ভাগ বসাতে না পারে সেজন্য আমার পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।

আপনাদের সুখ-দুঃখের পাশে বাংলাদেশ পুলিশ থাকবে। আপনাদের প্রতি যদি কেউ অন্যায়-অবিচার করে তাহলে আপনারা সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়াবেন। আপনাদের পাশে আর কেউ না থাকলেও রাজবাড়ীর পুলিশ সব সময় আপনাদের সামাজিক নিরাপত্তায় থাকবে।

শিক্ষা উপকরণ বিতরণ পূর্বে দৌলতদিয়া ফেরিঘাটের সিসি ক্যামেরার উদ্বোধনকালে জিআইজি আরও বলেন, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। এরই মাঝে দৌলতদিয়া ইউনিয়নে খাস জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে তাদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এছাড়া ডিআইজি হাবিবুর রহমান সকালে দৌলতদিয়া পুলিশ বক্সের আটটি ও গোয়ালন্দ মোড় এলকায় ছয়টি সিসি ক্যামেরার উদ্বোধন করেন। এছাড়া বিকালে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিল সেডে মুজিববর্ষ ২০২০ উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে ঢাকা বিভাগের পুলিশের প্রধান এ কর্ণধারের।

Tag :

শেয়ার করুন

শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান

আপডেট টাইম : ১১:০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর তিন শতাধিক সুবিধা বঞ্চিত শিশু-কিশোরের মাঝে গতকাল বুধবার দুপুরে মুজিববর্ষ-২০২০ উপলক্ষে দৌলতদিয়া মুক্তি মহিলা মাঠ প্রাঙ্গণে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।

রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীরের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর অব্দুল জব্বার, মাদারীপুর হাইওয়ে রিজিওনাল অঞ্চলের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামন চৌধুরী আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুজ্জামান, গোয়ালন্দ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন গেদু, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগম, সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের সংগঠন চাইল্ড ক্লাবের সদস্য ফরহাদ হোসেন রাসেল।

শিক্ষা উপকরণ বিতরণকালে ডিআইজি হাবিবুর রহমান দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের শ্রমের টাকায় যাতে কেউ ভাগ বসাতে না পারে সেজন্য আমার পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।

আপনাদের সুখ-দুঃখের পাশে বাংলাদেশ পুলিশ থাকবে। আপনাদের প্রতি যদি কেউ অন্যায়-অবিচার করে তাহলে আপনারা সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়াবেন। আপনাদের পাশে আর কেউ না থাকলেও রাজবাড়ীর পুলিশ সব সময় আপনাদের সামাজিক নিরাপত্তায় থাকবে।

শিক্ষা উপকরণ বিতরণ পূর্বে দৌলতদিয়া ফেরিঘাটের সিসি ক্যামেরার উদ্বোধনকালে জিআইজি আরও বলেন, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। এরই মাঝে দৌলতদিয়া ইউনিয়নে খাস জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে তাদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এছাড়া ডিআইজি হাবিবুর রহমান সকালে দৌলতদিয়া পুলিশ বক্সের আটটি ও গোয়ালন্দ মোড় এলকায় ছয়টি সিসি ক্যামেরার উদ্বোধন করেন। এছাড়া বিকালে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিল সেডে মুজিববর্ষ ২০২০ উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে ঢাকা বিভাগের পুলিশের প্রধান এ কর্ণধারের।