ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৩৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / 47

মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি আটক। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বৈধভাবে বসবাসে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দেশটির লিটল ইন্ডিয়া খ্যাত ব্রিকফিল্ডস এলাকায় অভিযান চালিয়ে আরও ১২০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

এদের মধ্যে ১০৮ জনই বাংলাদেশি। আটককৃতদের বয়স ২৫ থেকে ৭১ বছরের মধ্যে।

সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর একটায় ব্রিকফিল্ডের জালান থামবি আবদুল্লাহর চারপাশে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে বিভিন্ন অপরাধে এসব অভিবাসীদের আটক করা হয়।

জোহর বারুর অভিবাসন বিভাগের প্রধান বাহারউদ্দিন তাহিরের উদ্ধৃতি দিয়ে মালয় মেইল অনলাইন এ খবর জানিয়েছে।

তাহির বলেন, বাংলাদেশি ছাড়া বাকিদের মধ্যে পাকিস্তানের আটজন, ভারতের দু’জন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রধান সড়ক থেকে বেশ খানিকটা দূরের স্থানে থাকা নির্মাণ শ্রমিকদের একটি আবাসিক ভবনে এ অভিযান চালানো হয়। এতে অভিবাসন বিভাগের ১৪০ কর্মকর্তা অংশ নেন। এ সময় ৬ শতাধিক বিদেশি কর্মীর বৈধতা যাচাই করা হয়। ১২০ জনের কাগজপত্র সঠিক না থাকায় তাদের মালয়েশিয়ায় অভিবাসন আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, শনিবার (৩০ ডিসেম্বর) ভোরের দিকে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ১১:৩৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

মালয়েশিয়ার বৈধভাবে বসবাসে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দেশটির লিটল ইন্ডিয়া খ্যাত ব্রিকফিল্ডস এলাকায় অভিযান চালিয়ে আরও ১২০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

এদের মধ্যে ১০৮ জনই বাংলাদেশি। আটককৃতদের বয়স ২৫ থেকে ৭১ বছরের মধ্যে।

সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর একটায় ব্রিকফিল্ডের জালান থামবি আবদুল্লাহর চারপাশে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে বিভিন্ন অপরাধে এসব অভিবাসীদের আটক করা হয়।

জোহর বারুর অভিবাসন বিভাগের প্রধান বাহারউদ্দিন তাহিরের উদ্ধৃতি দিয়ে মালয় মেইল অনলাইন এ খবর জানিয়েছে।

তাহির বলেন, বাংলাদেশি ছাড়া বাকিদের মধ্যে পাকিস্তানের আটজন, ভারতের দু’জন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রধান সড়ক থেকে বেশ খানিকটা দূরের স্থানে থাকা নির্মাণ শ্রমিকদের একটি আবাসিক ভবনে এ অভিযান চালানো হয়। এতে অভিবাসন বিভাগের ১৪০ কর্মকর্তা অংশ নেন। এ সময় ৬ শতাধিক বিদেশি কর্মীর বৈধতা যাচাই করা হয়। ১২০ জনের কাগজপত্র সঠিক না থাকায় তাদের মালয়েশিয়ায় অভিবাসন আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, শনিবার (৩০ ডিসেম্বর) ভোরের দিকে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি ছিলেন।

নিউজ লাইট ৭১