ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / 46

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় জার্মানির বার্লিনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বিজয়ের ৫২ বছর উদযাপনের এই দিনে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির শুরু হয়। এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া (এনডিসি) এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত সকলকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দূতাবাস প্রাঙ্গণে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বিশেষ ভিডিও চিত্রে বাঙালির মুক্তির সংগ্রামের ইতিহাস, বিজয়ের ৫২ বছরে বাংলাদেশের অর্জন, স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ ও বাংলাদেশের অগ্রযাত্রাকে উপস্থাপন করা হয়।

আগত প্রবাসী বাংলাদেশীরা মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য তারা দূতাবাসের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান উন্নয়নের কর্মযজ্ঞ সমর্থনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাঙালির মুক্তি সংগ্রাম ও বিজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনার পাশাপাশি তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের উন্নয়ন কর্মসূচিতে দলমত নির্বিশেষে প্রবাসীদের সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে বার্লিন ও মিউনিখ থেকে আগত প্রবাসী বাংলাদেশী শিল্পীবৃন্দ ও শিশুশিল্পীরা দেশের গান ও নৃত্য পরিবেশনা করে। অনুষ্ঠান শেষে যোগদানকৃত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মান্যবর রাষ্ট্রদূত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট টাইম : ০৭:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় জার্মানির বার্লিনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বিজয়ের ৫২ বছর উদযাপনের এই দিনে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির শুরু হয়। এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া (এনডিসি) এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত সকলকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দূতাবাস প্রাঙ্গণে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বিশেষ ভিডিও চিত্রে বাঙালির মুক্তির সংগ্রামের ইতিহাস, বিজয়ের ৫২ বছরে বাংলাদেশের অর্জন, স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ ও বাংলাদেশের অগ্রযাত্রাকে উপস্থাপন করা হয়।

আগত প্রবাসী বাংলাদেশীরা মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য তারা দূতাবাসের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান উন্নয়নের কর্মযজ্ঞ সমর্থনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাঙালির মুক্তি সংগ্রাম ও বিজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনার পাশাপাশি তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের উন্নয়ন কর্মসূচিতে দলমত নির্বিশেষে প্রবাসীদের সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে বার্লিন ও মিউনিখ থেকে আগত প্রবাসী বাংলাদেশী শিল্পীবৃন্দ ও শিশুশিল্পীরা দেশের গান ও নৃত্য পরিবেশনা করে। অনুষ্ঠান শেষে যোগদানকৃত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মান্যবর রাষ্ট্রদূত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজ লাইট ৭১