শিরোপাজয়ী বাংলাদেশ দল দেশে ফিরল
- আপডেট টাইম : ০৬:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / 57
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সফল মিশন শেষে দেশে ফিরেছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে দেশে ফিরেছেন তারা।
বিমান বন্দরে পা রাখার পর এশিয়া কাপ জয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।
এদিকে, যুব ক্রিকেটাররা এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ায় ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে, শিবলির দুর্দান্ত শতকে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল বাংলাদেশ। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
নিউজ লাইট ৭১