ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাদকের লোভে ছিনতাই!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / 45

মাদকের লোভে ছিনতাই!। ছবি: নিউজ লাইট ৭১

ঢাকার চিহ্নিত ছিনতাইকারী মো. জসিম প্রকাশ ডোম জসিমকে (২৬) দুই সহযোগীসহ গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ। গ্রেপ্তার বাকি দুইজন হলেন- মো. রাসেল প্রকাশ রিয়াজ (১৮) এবং রাজীব (১৮)। তাদের কাছ থেকে ৩টি ছুরি উদ্ধার করা হয়ে‌ছে।

গতকাল শুক্রবার রাতে তেজগাঁও থানার কাওরান বাজার সিএ ভবনের সামনে থেকে তাদের ‌গ্রেপ্তার করে তেজগাঁও থানা পু‌লিশ।

থানার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, গ্রেপ্তার ৩ জনই ছিনতাইকারী। ডোম জসিম এই দলের প্রধান। জসিম একসময় ডোম হিসেবে কাজ করতেন। পরে তি‌নি পেশা ছেড়ে ছিনতাই শুরু করেন। প্রথম প্রথম অন্যের হয়ে কাজ করলেও পরে তিনি নিজেই একটি দল করে ফেলেন।

ওসি জানান, দ‌লে তিনি টোকাই, ভাসমান, মাদকসেবিদের নেন। এরপর তাদের মাদক সেবনের টোপ দিয়ে ছিনতাইয়ে নিয়ে যান। নগদ টাকা, মোবাইল কিংবা ব্যাগ ছিনতাই করে আনতে পারলেই গাঁজা কিংবা ইয়াবা দেন। এই প্রক্রিয়ায় তিনি দলে নেন রাসেল ও রাজিবকে। তারা তিনজন ব্যস্ত সড়কগুলোতে হাঁটাহাঁটি করেন। সিগন্যালে আটকে থাকা প্রাইভেট কার, বাসে বসে থাকা যাত্রীর মোবাইল, মানিব্যাগ টান দিয়ে নিয়ে যায়।

এসময় কেউ যদি তাদের আটকায় তাহলে তাদের ছুরি মেরে দেন তারা। প্রতি ছিনতাইয়ের বিনিময়ে তাদের কয়েক পুরিয়া গাঁজা দেয়া হয়। এই গাঁজার লোভেই তারা আবারও ছিনতাই করতে থাকেন। গত রাতেও তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জসিম প্রকাশ ডোম জসিমের বিরুদ্ধে ৪টি, মো. রাসেল প্রকাশ রিয়াজের বিরুদ্ধে ৩টি এবং রাজিবের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদকের লোভে ছিনতাই!

আপডেট টাইম : ০২:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

ঢাকার চিহ্নিত ছিনতাইকারী মো. জসিম প্রকাশ ডোম জসিমকে (২৬) দুই সহযোগীসহ গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ। গ্রেপ্তার বাকি দুইজন হলেন- মো. রাসেল প্রকাশ রিয়াজ (১৮) এবং রাজীব (১৮)। তাদের কাছ থেকে ৩টি ছুরি উদ্ধার করা হয়ে‌ছে।

গতকাল শুক্রবার রাতে তেজগাঁও থানার কাওরান বাজার সিএ ভবনের সামনে থেকে তাদের ‌গ্রেপ্তার করে তেজগাঁও থানা পু‌লিশ।

থানার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, গ্রেপ্তার ৩ জনই ছিনতাইকারী। ডোম জসিম এই দলের প্রধান। জসিম একসময় ডোম হিসেবে কাজ করতেন। পরে তি‌নি পেশা ছেড়ে ছিনতাই শুরু করেন। প্রথম প্রথম অন্যের হয়ে কাজ করলেও পরে তিনি নিজেই একটি দল করে ফেলেন।

ওসি জানান, দ‌লে তিনি টোকাই, ভাসমান, মাদকসেবিদের নেন। এরপর তাদের মাদক সেবনের টোপ দিয়ে ছিনতাইয়ে নিয়ে যান। নগদ টাকা, মোবাইল কিংবা ব্যাগ ছিনতাই করে আনতে পারলেই গাঁজা কিংবা ইয়াবা দেন। এই প্রক্রিয়ায় তিনি দলে নেন রাসেল ও রাজিবকে। তারা তিনজন ব্যস্ত সড়কগুলোতে হাঁটাহাঁটি করেন। সিগন্যালে আটকে থাকা প্রাইভেট কার, বাসে বসে থাকা যাত্রীর মোবাইল, মানিব্যাগ টান দিয়ে নিয়ে যায়।

এসময় কেউ যদি তাদের আটকায় তাহলে তাদের ছুরি মেরে দেন তারা। প্রতি ছিনতাইয়ের বিনিময়ে তাদের কয়েক পুরিয়া গাঁজা দেয়া হয়। এই গাঁজার লোভেই তারা আবারও ছিনতাই করতে থাকেন। গত রাতেও তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জসিম প্রকাশ ডোম জসিমের বিরুদ্ধে ৪টি, মো. রাসেল প্রকাশ রিয়াজের বিরুদ্ধে ৩টি এবং রাজিবের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

নিউজ লাইট ৭১