ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি শেষে রাতে ছিনতাই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / 41

মো. সোহাগ হোসেন। ছবি: নিউজ লাইট ৭১

দিনের বেলায় সেলুনে মানুষের চুল-দাড়ি কাটেন আর রাতে করেন ছিনতাই। তিনি হলেন মো. সোহাগ হোসেন (২৮)। দিনে রাজধানীর তেজগাঁওয়ে একটি সেলুনে কর্মচারীর কাজ করলেও রাতে ছুরি হাতে হয়ে ওঠেন ভয়ঙ্কর, করেন ছিনতাই।

বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সোনারগাঁও ক্রসিং সংলগ্ন ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার তেজগাাঁও মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সোহাগ মূলত ছিনতাইকারী। সোহাগ দিনে সেলুনে চাকরি করেন, আর রাতে ছিনতাই করেন। তার নিজস্ব একটি চক্র রয়েছে। বাসগুলোই তাদের টার্গেট। প্রথমে বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে তারা। পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এসময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতেও সোহাগ ও তার গ্রুপ এমনই ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসবাদে সোহাগ জানায়, তিনি দিনে একটি সেলুনে চাকরি করেন। চাকরি শেষে রাতে ছিনতাই করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চাকরি শেষে রাতে ছিনতাই

আপডেট টাইম : ০৬:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

দিনের বেলায় সেলুনে মানুষের চুল-দাড়ি কাটেন আর রাতে করেন ছিনতাই। তিনি হলেন মো. সোহাগ হোসেন (২৮)। দিনে রাজধানীর তেজগাঁওয়ে একটি সেলুনে কর্মচারীর কাজ করলেও রাতে ছুরি হাতে হয়ে ওঠেন ভয়ঙ্কর, করেন ছিনতাই।

বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সোনারগাঁও ক্রসিং সংলগ্ন ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার তেজগাাঁও মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সোহাগ মূলত ছিনতাইকারী। সোহাগ দিনে সেলুনে চাকরি করেন, আর রাতে ছিনতাই করেন। তার নিজস্ব একটি চক্র রয়েছে। বাসগুলোই তাদের টার্গেট। প্রথমে বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে তারা। পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এসময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতেও সোহাগ ও তার গ্রুপ এমনই ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসবাদে সোহাগ জানায়, তিনি দিনে একটি সেলুনে চাকরি করেন। চাকরি শেষে রাতে ছিনতাই করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজ লাইট ৭১