ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খাসি বলে কুকুরের মাংস বিক্রি ও সরবরাহ করতো চক্রটি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / 40

কুকুরের মাংস বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

খুলনায় কুকুরের মাংসকে গরু-খাসি বলে বিক্রি এবং সরবরাহের অপরাধে ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আবু সাইদ, প্রেম সরদার, মো. সিয়াম ও তাজ। তাদের মধ্যে আবু সাইদ (৩৭) বঙ্গবাসী মোড় এলাকার বাসিন্দা। বাকি তিনজন কিশোর।

স্থানীয় সূত্রে জানা যায়, গত একমাস ধরে এলাকার কিছু যুবক বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে নিয়ে যেত। বারবার একই ঘটনা ঘটলে স্থানীয়দের সন্দেহ। বুধবার এমন ঘটনা দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে তিনজনকে আটক করে। পরে বিরিয়ানি রান্না করে বিক্রি করা একজনকেও আটক করা হয়। এ সময় সেখানে পা বেঁধে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। এছাড়া আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায়।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এক মাস ধরে তারা খাসি-গরুর কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি করতো। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়েছে। এসময় সেখানে হাত-পা বাঁধা জবাই করা একটি কুকুর পাওয়া যায়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন- এক যুবক তাদের মাসখানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। তারা বিরিয়ানি রান্না করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। এছাড়া কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করতো। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পশু চিকিৎসক এসেছেন। তাদের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইনে ব্যবস্থা নেয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

খাসি বলে কুকুরের মাংস বিক্রি ও সরবরাহ করতো চক্রটি

আপডেট টাইম : ০৬:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

খুলনায় কুকুরের মাংসকে গরু-খাসি বলে বিক্রি এবং সরবরাহের অপরাধে ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আবু সাইদ, প্রেম সরদার, মো. সিয়াম ও তাজ। তাদের মধ্যে আবু সাইদ (৩৭) বঙ্গবাসী মোড় এলাকার বাসিন্দা। বাকি তিনজন কিশোর।

স্থানীয় সূত্রে জানা যায়, গত একমাস ধরে এলাকার কিছু যুবক বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে নিয়ে যেত। বারবার একই ঘটনা ঘটলে স্থানীয়দের সন্দেহ। বুধবার এমন ঘটনা দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে তিনজনকে আটক করে। পরে বিরিয়ানি রান্না করে বিক্রি করা একজনকেও আটক করা হয়। এ সময় সেখানে পা বেঁধে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। এছাড়া আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায়।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এক মাস ধরে তারা খাসি-গরুর কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি করতো। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়েছে। এসময় সেখানে হাত-পা বাঁধা জবাই করা একটি কুকুর পাওয়া যায়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন- এক যুবক তাদের মাসখানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। তারা বিরিয়ানি রান্না করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। এছাড়া কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করতো। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পশু চিকিৎসক এসেছেন। তাদের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইনে ব্যবস্থা নেয়া হবে।

নিউজ লাইট ৭১