সারাকে জোর করে চুমো খেলেন এক ভক্ত
- আপডেট টাইম : ০৯:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / 96
নিউজ লাইট ৭১ রিপোর্ট: শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে ভক্তদের মাতামাতি একটু বেশি থাকে। সেই উন্মাদনা জেরে কখনো কখনো বিড়ম্বনায় পড়তে হয় তাদের। এবার এমনই কাণ্ড ঘটেছে বলিউডের নবাব সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের সঙ্গে।
সারাকে জোর করে চুমো খেলেন এক ভক্ত। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি বাড়ি থেকে বের হচ্ছেন হাস্যোজ্জ্বল সারা। অপেক্ষারত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এ সময় এক মেয়ে ভক্ত তার সঙ্গে সেলফি তোলার অনুরোধ করে।
মেয়েটির অনুরোধ রাখেন সারা। তারপর আরো এক ছেলের সঙ্গে সেলফি তুলছিলেন। এমন সময় ভিড় ঠেলে সামনে আসে এক ছেলে। ছেলেটি সারার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, সারাও হাত বাড়ায়। তারপরই ঘটে বিপত্তি।
ভক্তের আচমকা চুম্বনে হতভম্ব হয়ে যান সারা। তবে কৌশলে এ পরিস্থিতি সামাল দিতে দেখা যায় এই অভিনেত্রীকে।
যদিও তার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিটি ওই ভক্তকে মারার জন্য তেড়ে যান।