বঙ্গবন্ধু বিপিএলে লিগ পর্বে বাকি মাত্র চার ম্যাচ
- আপডেট টাইম : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / 119
নিউজ লাইট ৭১ রিপোর্ট: বঙ্গবন্ধু বিপিএলে লিগ পর্বে বাকি মাত্র চার ম্যাচ। এরপরই এলিমিনেটর। মানে শেষ চারের লড়াই। ২০ ওভারের ক্রিকেট উত্তেজনায় গতকাল কোনো খেলা নেই। আজ এবং আগামীকাল হবে লিগ পর্বের শেষ চারটি ম্যাচ।
সেখানেই মিলবে উত্তর কারা হচ্ছে শেষ চারের সর্বশেষ দল। সিলেট পর্ব শেষে এলিমিনেটরের টিকিট নিশ্চিত হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালসের।
এরপর মিরপুরের শেরেবাংলায় দাপট নিয়ে তৃতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয়েছে মাশরাফি বিন মোর্তুজার ঢাকা প্লাটুন। কিন্তু চতুর্থ দলটি কারা, সেটা এখনো নিশ্চিত নয়। যদিও এই লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে আছে খুলনা টাইগার্স।
মুশফিকুর রহিমের দলের ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট। কুমিল্লা ওয়ারিয়র্সের অর্জন ১১ ম্যাচে ১০। এ অবস্থায় পরের দুই ম্যাচের একটিতে জয়ই বঙ্গবন্ধু বিপিএলের শেষ চারে নিয়ে যেতে পারে খুলনাকে। এক্ষেত্রে খুলনা আজ দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে কুমিল্লার সঙ্গে। এই ম্যাচে জিতে গেলেই হাসিমুখে লিগ পর্বের বাধা টপকে যাবে তারা।
লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় চাই কুমিল্লার। একইসঙ্গে আগামীকাল ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচে খুলনার হার কামনা করতে হবে তাদের। তারপরও অবশ্য গ্যারান্টি থাকছে না।
তখন রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই যাবে পরের রাউন্ডে। সব মিলিয়ে লিগ পর্বের উত্তেজনা এখনো যায়নি। যদিও এরই মধ্যে বঙ্গবন্ধু বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডারের।