সহিংসতা দেখে স্তব্ধ হয়ে যান বিদেশি কূটনীতিকরা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট টাইম : ০৮:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / 56
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও ও তাণ্ডবের দৃশ্য বিদেশি কূটনীতিকদের দেখানো হয়েছে। পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, গণমাধ্যমকর্মীদের ওপর হামলার স্থিরচিত্র, ভিডিও ফুটেজ দেখে বিদেশি কূটনীতিকরা স্তব্ধ হয়ে যান।
সোমবার (৩০ অক্টোবর) বিএনপির সহিংসতা বিষয়ে জানাতে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
শাহরিয়ার আলম বলেন, সহিংসতার ভিডিও ফুটেজ এবং ছবির লিংক ইমেইল করে দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে। সে সব ঘটনা আজ প্রিন্ট করেও কূটনীতিকদের সামনে দেয়া হয়েছে।
এসময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও চীনা রাষ্ট্রদূতসহ ৪৫টি কূটনৈতিক মিশনের রাষ্ট্রদূত বা প্রতিনিধি ও জাতিসংঘসহ ছয়টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্তিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানও কূটনীতিকদের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১