ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিকে ছাড় দেয়া হবে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / 31

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বিএনপি আসলে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াইয়ে নেমেছে। আন্দোলন, সভা-সমাবেশের নামে বিএনপি অশান্তি করলে এবার আর ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, অক্টোবর মাস শেষ। আরও কত অক্টোবর আসবে-যাবে, তখন দেখা যাবে কারা থাকে। আমরা লড়াই-সংগ্রাম করে এতদূর এসেছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ভুল পথে হাঁটছে। দিনক্ষণ দিয়ে পৃথিবীর কোনো দেশে আন্দোলন হয় না। আন্দোলনের নামে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে তাদের উযুক্ত জবাব দেয়া হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপির হুমকি-ধামকিতে ভয় পায় না। ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশে উত্তাল জনসমুদ্র দেখবে নগরবাসী। বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সজাগ থাকবে দলের নেতাকর্মীরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিএনপিকে ছাড় দেয়া হবে না

আপডেট টাইম : ০৯:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

বিএনপি আসলে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াইয়ে নেমেছে। আন্দোলন, সভা-সমাবেশের নামে বিএনপি অশান্তি করলে এবার আর ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, অক্টোবর মাস শেষ। আরও কত অক্টোবর আসবে-যাবে, তখন দেখা যাবে কারা থাকে। আমরা লড়াই-সংগ্রাম করে এতদূর এসেছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ভুল পথে হাঁটছে। দিনক্ষণ দিয়ে পৃথিবীর কোনো দেশে আন্দোলন হয় না। আন্দোলনের নামে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে তাদের উযুক্ত জবাব দেয়া হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপির হুমকি-ধামকিতে ভয় পায় না। ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশে উত্তাল জনসমুদ্র দেখবে নগরবাসী। বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সজাগ থাকবে দলের নেতাকর্মীরা।

নিউজ লাইট ৭১