ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছেলের কোনো দায়িত্ব নেয়নি, এমনকি তার কোনো খরচও দেন না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • / 93

নিউজ লাইট ৭১ রিপোর্ট: নায়িকা অপু বিশ্বাস। ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব খানকে। তবে সেই সংসার বেশীদিন করা হয়নি তার। ছেলে আব্রাম খান জয়কে প্রকাশ্যে এনে সংসার ভেঙে যায় অপুর।

এদিকে সম্প্রতি এক তারকা আড্ডায় এসেছিলেন অপু। এসে বললেন, বিচ্ছেদের পরে নায়ক শাকিব খান তার ছেলের কোনো দায়িত্ব নেয়নি, এমনকি তার কোনো খরচও দেন না।

অবশ্য বিচ্ছেদের সময় শাকিব বলেছিলেন, জয়ের সম্পূর্ণ খরচ চালাবেন তিনি। জয়কে প্রতি মাসে ১০ লাখ টাকা দেয়ার কথাও গণমাধ্যমকে বলেছিলেন।

অনুষ্ঠানে সুপারস্টার শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর ছেলের দায়িত্ব তারা কীভাবে ভাগাভাগি করছেন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ভাগাভাগির কিছু নেই। সব দায়িত্বই আমাকে পালন করতে হচ্ছে।

অপু বলেন, শাকিব আসলে ছেলের জন্য কোনো খরচ কখনোই দেয়নি। ওর কাছ থেকে একটা প্রয়োজনে আমি ১০ লাখ টাকা নিয়েছিলাম। তখন আমাদের সম্পর্ক ভালো ছিল। স্বামী-স্ত্রী আমরা।

১০ লাখ টাকার কথা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, জয়ের জন্মের পরে শাকিব খান ওই ১০ লাখ টাকা ছেলের খরচ হিসেবে দিয়েছে বলে দাবি করে। সে বলে, আমার আর তাকে ওই টাকাটা ফেরত দিতে হবে না। এটা সে ছেলের জন্য দিয়েছে। এই দেয়াটাকেই সবাই প্রচার করেছে যে ছেলে-বউয়ের খরচ দিচ্ছে শাকিব। আমিও কিছু বলিনি। কারণ টাকাটা সে আমার কাছে পায়। কিন্তু সত্যটা হলো, ছেলে জন্মের পর ওর জন্য এক টাকাও সে নগদ দেয়নি।

প্রসঙ্গত, ভালোবেসে ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। লোকচক্ষুর আড়ালে সেই সংসার টিকে ছিল ১০ বছর। বহু ঘটনা ও নাটকের জন্ম দিয়ে ২০১৮ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে অপুর সঙ্গে থাকে ছেলে জয়।

Tag :

শেয়ার করুন

ছেলের কোনো দায়িত্ব নেয়নি, এমনকি তার কোনো খরচও দেন না

আপডেট টাইম : ১১:১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১ রিপোর্ট: নায়িকা অপু বিশ্বাস। ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব খানকে। তবে সেই সংসার বেশীদিন করা হয়নি তার। ছেলে আব্রাম খান জয়কে প্রকাশ্যে এনে সংসার ভেঙে যায় অপুর।

এদিকে সম্প্রতি এক তারকা আড্ডায় এসেছিলেন অপু। এসে বললেন, বিচ্ছেদের পরে নায়ক শাকিব খান তার ছেলের কোনো দায়িত্ব নেয়নি, এমনকি তার কোনো খরচও দেন না।

অবশ্য বিচ্ছেদের সময় শাকিব বলেছিলেন, জয়ের সম্পূর্ণ খরচ চালাবেন তিনি। জয়কে প্রতি মাসে ১০ লাখ টাকা দেয়ার কথাও গণমাধ্যমকে বলেছিলেন।

অনুষ্ঠানে সুপারস্টার শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর ছেলের দায়িত্ব তারা কীভাবে ভাগাভাগি করছেন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ভাগাভাগির কিছু নেই। সব দায়িত্বই আমাকে পালন করতে হচ্ছে।

অপু বলেন, শাকিব আসলে ছেলের জন্য কোনো খরচ কখনোই দেয়নি। ওর কাছ থেকে একটা প্রয়োজনে আমি ১০ লাখ টাকা নিয়েছিলাম। তখন আমাদের সম্পর্ক ভালো ছিল। স্বামী-স্ত্রী আমরা।

১০ লাখ টাকার কথা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, জয়ের জন্মের পরে শাকিব খান ওই ১০ লাখ টাকা ছেলের খরচ হিসেবে দিয়েছে বলে দাবি করে। সে বলে, আমার আর তাকে ওই টাকাটা ফেরত দিতে হবে না। এটা সে ছেলের জন্য দিয়েছে। এই দেয়াটাকেই সবাই প্রচার করেছে যে ছেলে-বউয়ের খরচ দিচ্ছে শাকিব। আমিও কিছু বলিনি। কারণ টাকাটা সে আমার কাছে পায়। কিন্তু সত্যটা হলো, ছেলে জন্মের পর ওর জন্য এক টাকাও সে নগদ দেয়নি।

প্রসঙ্গত, ভালোবেসে ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। লোকচক্ষুর আড়ালে সেই সংসার টিকে ছিল ১০ বছর। বহু ঘটনা ও নাটকের জন্ম দিয়ে ২০১৮ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে অপুর সঙ্গে থাকে ছেলে জয়।