আমাকে দেখে গর্ভবতী মনে হচ্ছে
- আপডেট টাইম : ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / 90
নিউজ লাইট ৭১ রিপোর্ট: সম্প্রতি এক সাংবাদিক বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞেস করেন তিনি গর্ভবতী কিনা। দীপিকা শান্ত ভাবে জিজ্ঞেস করেন, ‘আমাকে দেখে গর্ভবতী মনে হচ্ছে? সন্তান নেয়ার পরিকল্পনা করলে আপনাকে জিজ্ঞেস করে নিব। আপনি অনুমতি দিলে সন্তান নেয়ার কথা ভাববো। আমি গর্ভবতী হলে সেটা নয় মাসের মধ্যেই বুঝতে পারবেন।’
সম্প্রতি ‘ছপাক’ ছবির প্রচারণায় গিয়ে এমন বিব্রতকর প্রশ্নের মুখে পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
দীপিকা-রণবীর এর বিয়ে হয়েছে ২০১৮ সালে। তখন থেকেই নানা সময়ে দীপিকার গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন শোনা গেছে। বিভিন্ন সময়ে কিছু ছবিও ভাইরাল হয়েছে যেগুলো দেখে ভক্তদের মনে হয়েছে দীপিকা মা হতে চলেছেন। তবে সেসব গুঞ্জন এর কোনো ভিত্তি নেই বলে জানান দীপিকা।
‘ছপাক’ ছবিটি অ্যাসিড–সন্ত্রাসের শিকার ভারতের লক্ষ্মী আগারওয়ালের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। ছবিতে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। মেঘনা গুলজার ছবিটি পরিচালনা করেছেন। দীপিকার বিপরীতে দেখা যাবে বিক্রান্ত মাসেইকে। ছবিটি আগামী ১০ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সূত্র: এনডিটিভি