নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী
- আপডেট টাইম : ১০:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / 26
টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে স্বজনদের পাতে ইলিশ-পোলাও তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি: সংগৃহীত
দিনভর শত ব্যস্ততার মধ্যে সময় কাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরই সময় পেলে তিনি হয়ে ওঠেন বাঙালি নারী, বাংলার গৃহবধূ। ঠিক এমনি চিত্র আবারও ফুটে উঠলো। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে গিয়ে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন। পরে সেই খাবার তিনি নিজ হাতে স্বজনদের মাঝে পরিবেশন ও তাদের সঙ্গে রাতের খাবার খেয়েছেন। প্রধানমন্ত্রীর হাতের রান্না খেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বজন ও শেখ পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে নিজ জন্মস্থান টুঙ্গিপাড়ায় পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবারের আয়োজন করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা ইলিশ-পোলাওসহ খাবারের ম্যানুতে ছিল, গরুর মাংস, খাসির মাংস, সবজি, ডাল কয়েক প্রকার মাছসহ বিভিন্ন মিষ্টান্ন।
এ বিষয়ে টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী এতো ব্যস্ততার মধ্যেও আমাদের নিজ হাতে রান্না করে খাবার খাইয়েছেন। এতে আমরা খুবই উচ্ছ্বসিত। রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে খাবার খেয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী আগামীতে টুঙ্গিপাড়ায় এসে আমাদের সঙ্গে এভাবেই খাবার খাবেন সেই প্রত্যাশা আমাদের।
এদিকে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা একটি রিল ভিডিওতে বিষয়টি জানা যায়।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’
ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ-পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যেন ভেঙে না যায় সেজন্য তিনি পরম মমতায় একটি একটি করে প্লেটে তুলে দিচ্ছেন।
এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধনের পর ভাঙ্গায় জনসভা শেষে প্রধানমন্ত্রী যান টুঙ্গীপাড়া গ্রামের বাড়িতে। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সন্তান লীলা, কাইয়ূস ও তাইকাও। এদিন বিকেলে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী। অনেকদিন পর প্রধানমন্ত্রী বাড়িতে যাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করে আত্মীয়স্বজনদের মধ্যে।
নিউজ লাইট ৭১