শীতকাল মানেই চুলের অবস্থা খারাপ
- আপডেট টাইম : ০৯:১৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / 99
নিউজ লাইট ৭১ রিপোর্ট: শীতকাল মানেই চুলের অবস্থা খারাপ। রুক্ষতা, খুশকি, চুল পড়া সব মিলিয়ে সব থেকে বাজে সময় চুলের জন্য। কিন্তু তাই বলে যত্ন না নিলেই নয়। এভাবে চুল তো নষ্ট হতে দেয়া যায় না। তাই মানতে হবে কয়েকটি সহজ নিয়ম।
শীতকালে চুলকে যতটা সম্ভব রুক্ষ হওয়া থেকে বাঁচাতে হবে। তাই প্রতিবার চুল ধোয়ার কন্ডিশনার লাগাতে ভুলবেন না। সেই সঙ্গে সপ্তাহে একদিন ভালো কোনও হেয়ারপ্যাক লাগান। পাকাকলা বা পেঁপে মধু দিয়ে চটকে লাগাতে পারেন। এতে চুলের রুক্ষতা কমে।
শীতকালে যখনই বাড়ির বাইরে যাবেন অবশ্যই চুল ঢেকে বেরোবেন। কারণ এই সময়টায় চুলে সবচেয়ে বেশি ধুলোবালি আটকে যায়। আর যার ফলে চুলের ডগা ফাটা, খুশকির মতো সমস্যা বাড়বে। চুল পড়াও বাড়বে।
সপ্তাহে খুব বেশি হলে তিন বার চুল ধোবেন বা শ্যাম্পু করবেন। কারণ যত বেশি চুল ধোবেন তত আদ্রতা হারাতে শুরু করবে। সপ্তাহে খুব বেশি হলে তিন বার চুল ধোবেন বা শ্যাম্পু করবেন। কারণ যত বেশি চুল ধোবেন তত আদ্রতা হারাতে শুরু করবে।
চুলে কোনও সমস্যা দেখা দিলে আগেই চুল কেটে ফেলবেন না। ভাল ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিন। সমস্যাটি ভিতর থেকে সারিয়ে তুলুন। ডগা ফেটে গেলে ট্রিম করাতেই হবে, এমনটা নয় আগে ট্রিটমেন্ট করান।