ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / 37

গ্রেফতারকৃত আসামি (ছবি : নিউজ লাইট ৭১)

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ারুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ। গতকাল বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

ধৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ারুল ইসলাম উলিপুর উপজেলার পৌরসভা এলাকার পূর্ব শিববারী গ্রামের ছামসুল হকের পুত্র।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, আসামি আনোয়ারুল ইসলাম ২০০১ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্টে নার্সারিতে কাজ করার সময় একজন সহযোগীকে হত্যার দায়ে আদালত কর্তৃক তার বিচার কার্য শুরু হয়। ২০০৮ সালে জামিনে বেড়িয়ে সে আত্মগোপনে চলে যায়।

বিচারে তার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর থেকে পুলিশের নজর এরিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার সাব ইন্সপেক্টর আব্দুল বাতেন ও সাব ইন্সপেক্টর আরিফসহ একটি চৌকশ টিম তাকে সনাক্ত করতে সমর্থ হয়। এরপর বুধবার রাতে র‌্যাবের সহযোগিতায় ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় রাতভর যৌথভাবে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ারুল ইসলাম বাংলাদেশের বিভিন্ন জেলায় কিছুদিন পরপর অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করে আসছিল।

উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে তাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সমর্থ হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট টাইম : ১২:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ারুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ। গতকাল বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

ধৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ারুল ইসলাম উলিপুর উপজেলার পৌরসভা এলাকার পূর্ব শিববারী গ্রামের ছামসুল হকের পুত্র।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, আসামি আনোয়ারুল ইসলাম ২০০১ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্টে নার্সারিতে কাজ করার সময় একজন সহযোগীকে হত্যার দায়ে আদালত কর্তৃক তার বিচার কার্য শুরু হয়। ২০০৮ সালে জামিনে বেড়িয়ে সে আত্মগোপনে চলে যায়।

বিচারে তার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর থেকে পুলিশের নজর এরিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার সাব ইন্সপেক্টর আব্দুল বাতেন ও সাব ইন্সপেক্টর আরিফসহ একটি চৌকশ টিম তাকে সনাক্ত করতে সমর্থ হয়। এরপর বুধবার রাতে র‌্যাবের সহযোগিতায় ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় রাতভর যৌথভাবে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ারুল ইসলাম বাংলাদেশের বিভিন্ন জেলায় কিছুদিন পরপর অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করে আসছিল।

উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে তাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সমর্থ হয়।

নিউজ লাইট ৭১