দুই দেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে
- আপডেট টাইম : ০৩:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / 30
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ভারতের ভবিষ্যৎ ও নিরাপত্তাসহ দেশটির বিভিন্ন বিষয় বাংলাদেশের সঙ্গে জড়িত। দুই দেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ১৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কর্মকর্তার নাম স্মিতা পন্ত। তিনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ, মিয়ানমার) হিসেবে দায়িত্বে রয়েছেন।
ওই অনুষ্ঠানে স্মিতা পন্ত বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিল, কিন্তু খুনিরা তার আদর্শকে পরাজিত করতে পারেনি। ইতিহাসে বঙ্গবন্ধুর সমকক্ষ ব্যক্তিত্ব খুব কমই আছে এবং আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণ মৌলবাদকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে অবস্থান গড়ে নেয়ার পথে রয়েছে এবং এই দেশটি কার্যত অন্যান্য দেশের তুলনায় জাতিসংঘে বেশি শান্তিরক্ষী পাঠিয়ে অবদান রাখছে।
নিউজ লাইট ৭১