ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
  • / 98

নিউজ লাইট ৭১ রিপোর্ট: শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি বলেছেন বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্থানি বর্বর বাহিনীকে পরাজিত করার মাধ্যমে ‘বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র ছিনিয়ে এনেছেন।

৩০ লাখ শহীদ ও ২ লক্ষ মা বোনের সম্ব্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা কখনো তাদের স্বার্থের কথা বিবেচনা করেন নি। জীবনের সব কিছু ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মাঝে চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ অংহকার।

মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো সুধ করার মতো না। বর্তমান সরকার সব সময় জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সর্বোচ্চ সম্মান দিয়ে আসছেন। তাদের কল্যাণে সব সময় কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তারা, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন এম.এস ইকবাল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, উপজেলা রির্সোস অফিসার ইমরান হাসান ভূঞা সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।

Tag :

শেয়ার করুন

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

আপডেট টাইম : ০৯:৪১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১ রিপোর্ট: শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি বলেছেন বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্থানি বর্বর বাহিনীকে পরাজিত করার মাধ্যমে ‘বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র ছিনিয়ে এনেছেন।

৩০ লাখ শহীদ ও ২ লক্ষ মা বোনের সম্ব্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা কখনো তাদের স্বার্থের কথা বিবেচনা করেন নি। জীবনের সব কিছু ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মাঝে চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ অংহকার।

মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো সুধ করার মতো না। বর্তমান সরকার সব সময় জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সর্বোচ্চ সম্মান দিয়ে আসছেন। তাদের কল্যাণে সব সময় কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তারা, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন এম.এস ইকবাল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, উপজেলা রির্সোস অফিসার ইমরান হাসান ভূঞা সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।