চুমুর উদযাপনের পর গোলদাতা মাঠে ফিরে শুনতে পেলেন দুঃসংবাদ
- আপডেট টাইম : ০৯:২১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / 99
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ফুটবল মানেই উত্তেজনা। গোলের পর সেই উত্তেজনা বাড়ে আরো। গোল দেওয়ার পর সব ফুটবলারই উদযাপন করেন একেক জন একেক ভাবে। তবে কখনো কখনো সেই উদযাপনই ডেকে আনে বিপদ।
সম্প্রতি এমন এক ঘটনা ঘটলো বুলগেরিয়ান লিগে। উদযাপনের পর দুঃসংবাদ পেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওয়ান্ডারসন ক্রিস্টালদো।
ফুটবল মাঠে দারুণ এক গোল করেন তিনি, তারপর সতীর্থদের রেখে উদযাপন করতে চলে গেলেন গ্যালারিতে, গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ডও এগিয়ে এসে চুমুও খেলেন।
কিন্তু চুমুর সে উদযাপনের পর গোলদাতা মাঠে ফিরে শুনতে পেলেন দুঃসংবাদ। যে গোল নিয়ে এমন উদযাপন, সেই গোলটিই অফসাইডের কারণে বাতিল করে দিয়েছেন রেফারি।
দলের অন্যতম সেরা তারকা তিনি। গত তিন বছর ধরে লুদোগোরেৎস ক্লাবের সেরা গোলদাতা এই স্ট্রাইকার।
স্লাভিয়া সোফিয়ার বিপক্ষে ম্যাচে ৭৮ মিনিটের মাথায় সতীর্থের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে আলতো পায়ের ছোঁয়ায় সেটিকে গোলে পরিণত করেন ওয়ান্ডারসন। সঙ্গে সঙ্গেই ভোঁ-দৌড়।
গোলের আনন্দে মাঠের পাশে গ্যালারি স্ট্যান্ডে দাঁড়ানো গার্লফ্রেন্ডের কাছে ছুটে যান ওয়ান্ডারসন। গার্লফ্রেন্ডও সামনে এসে চুমু খান। দুজনের কারোরই খেয়াল নেই গোল ততক্ষণে বাতিল হয়ে গেছে।
খানিক বাদে ওয়ান্ডারসন মাঠে ফিরলেন, বেরসিক রেফারি তখন জানালেন সেটি গোলই হয়নি।