রাউটার বাড়িতে ব্যবহারের জন্য ভালো
- আপডেট টাইম : ১২:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / 123
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ব্যক্তিগত ব্যবহারের জন্য কোন রাউটারটি ভালো হবে, এটি নিয়ে অনেকেই দোটানায় থাকেন। কতটুকু জায়গায়, কত জন রাউটারের নেট ব্যবহার করবেন, সেটির হিসাব-নিকাশ করে রাউটার নির্বাচন করলে ভালো হয়। দেখে নিতে পারেন এমনই কয়েকটি রাউটার।
টিপি লিংক ডব্লিউআর৮৪১এন: এটি ৩০০ এমবিপিএস ওয়্যারলেস রাউটার। ডব্লিউপিএ২ নিরাপত্তা বিশিষ্ট রাউটারটি ব্যক্তিগত ব্যবহারের জন্য বেশ ভালো। যদি আপনার বাড়িটি খুব ছোট হয়, যদি একটি রুমে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে নিশ্চিন্তে এটি নিতে পারেন। দাম পড়বে ১৫০০ টাকার মতো।
শাওমি: কমদামে ভালো রাউটার কিনতে হলে শাওমিও পছন্দ করতে পারেন। কোম্পানিটির মি রাউটার ৩সি বেশ ভাল। চার অ্যানটেনার এই রাউটারে দুর্দান্ত গতি পাওয়া যায়। শাওমির রাউটার পিসিতে সংযোগ দিতে একটু ঝামেলার মনে হয়। এই ঝামেলা এড়াতে অ্যাপ ব্যবহার করলে সমস্যা থাকে না। দাম পড়বে ১৭০০ থেকে ২০০০ টাকার মতো।
টিপি লিংক আর্চার সি৬০ এসি১৩৫০: ডুয়েল ব্যান্ডের এই ওয়্যারলেস এন রাউটার একটু পেশাদার লোকজনও নিতে পারেন। গেমিং কিংবা হোয়াটনোটের জন্য এটি বেশি ভাল। অর্থাৎ যারা অনলাইনে গেম খেলেন কিংবা নিয়মিত এইচডি ভিডিও দেখেন, তারা এটি নিতে পারেন। পাঁচটি অ্যানটেনার কারণে বিস্তৃত এলাকায় এটি ব্যবহার করা যায়। দাম পড়বে ৩১৫০ টাকা।
যা মনে রাখবেন: রাউটার কেনার সময় ব্যান্ডের কথা স্মরণ রাখবেন। সিঙ্গেল, ডুয়েল এবং ট্রাই ব্যান্ড রাউটার হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে যে কয়েকটি ব্যান্ড থাকে রাউটারে ওই সংখ্যক নেটওয়ার্ক পাওয়া যাবে। সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলোর ব্যবহার বেশি। এতে ২.৪ গিগাহার্টজের একটি নেটওয়ার্ক থাকে। ডুয়েল ব্যান্ডে ২.৪ গিগাহার্টজের পাশাপাশি ৫ গিগাহার্টজের আরও একটি নেটওয়ার্ক থাকে।
৫ গিগাহার্টজের নেটওয়ার্ক উচ্চগতিতে তথ্য আদান-প্রদান করতে পারে। কিন্তু এই উচ্চগতির কারণেই দেয়াল বা বড় কিছু অতিক্রম করে সিগন্যাল পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়।
ট্রাই-ব্যান্ডের রাউটারে একটি ২.৪ গিগাহার্টজের এবং দুটি ৫ গিগাহার্টজের নেটওয়ার্ক থাকে। একাধিক নেটওয়ার্ক থাকার উদ্দেশ্য হলো উচ্চগতির যন্ত্র এবং তুলনামূলক কম গতির যন্ত্রগুলো যেন কোনো ধরনের সমস্যা ছাড়া তথ্য আদান-প্রদান করতে পারে।
আপনি যদি ওয়্যারলেস নেটওয়ার্কের গতি নিয়ে ভাবনায় থাকেন এবং একই সঙ্গে রাউটার থেকে ১০টির বেশি যন্ত্রে ব্যবহার করতে চান, তবেই কেবল ট্রাই-ব্যান্ড রাউটার কিনতে পারেন। বাসা বা ছোট অফিসের সাধারণ কাজে ব্যবহারের জন্য ২.৪ গিগাহার্টজের রাউটারই যথেষ্ট।