শিরোনাম :
ছদ্মবেশ মাদকের কারবার, গ্রেপ্তার ৫
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / 28
চা বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে ইয়াবা কারবারের সিন্ডিকেট পরিচালনার অভিযোগে একটি চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ও গাবতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সোয়া কোটি টাকা মূল্যের ৪১ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএনসির ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, চা বিক্রির আড়ালে তারা মাদক ব্যবসা করে আসছিল। যে পাঁচজনের চক্র ধরা হয়েছে, তাদের মধ্যে চক্রটির হোতাও রয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।
এ বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে বার্তায় জানানো হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :