ভারতে ২৮তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে
- আপডেট টাইম : ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / 96
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। তিনি জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হলেন। তিনি ভারতে ২৮তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্ব নিয়েই প্রতিবেশী দেশ পাকিস্তানকে হুমকি দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
বুধবার (৩০ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে চিরবৈরি পাকিস্তানকে হুমকি দেন ভারতের নতুন এ সেনাপ্রধান।
মনোজ মুকুন্দ নারাভানে বলেন, জঙ্গি দমনের কৌশল আমাদের জানা রয়েছে। রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদদে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত। পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করে তবে প্রয়োজনে জঙ্গি হানার আগেই সন্ত্রাসের উৎসে আঘাত হানার অধিকার ভারতের আছে।’
তার মতে, সন্ত্রাসে মদত থেকে নজর ঘোরানোর অনেক চেষ্টা করেছিল পাক সেনাবাহিনী। কিন্তু তা ব্যর্থ হয়েছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পরে সেখানে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।
ভারতের সেনাবাহিনী নিয়ে তিনি বলেন, আমার সবার প্রথম কাজ হবে, বাহিনীকে এমনভাবে প্রস্তুত করা যাতে যেকোনো শত্রুকে ওরা সহজেই দমন করতে পারে।
তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করা হচ্ছে এবং অনুপ্রবেশ ঘটানোরও চেষ্টা হচ্ছে কিন্তু আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।
মনোজের দাবি, কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে সেখানকার পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সহিংসতার ঘটনা কমেছে।