স্বাগত ২০২০
- আপডেট টাইম : ০৬:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / 133
নিউজ লাইট ৭১ রিপোর্ট: মহাকালের পাতা থেকে খসে গেল আরো একটি অধ্যায়। চলে গেল আরো একটি বছর। বিদায় ২০১৯। নতুন সম্ভাবনার বার্তা নিয়ে হাজির হয়েছে নতুন বছর। স্বাগত ২০২০। পাওয়া না পাওয়ার হিসাব, আনন্দ বেদনার টালিখাতা পেছনে ফেলে আজ থেকে নতুন স্বপ্নে নতুন দিন শুরু করবে সবাই। কষ্ট বেদনার গ্লানি ঝেড়ে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় নতুন করে পথচলার সুযোগ খুঁজবে সবাই। জাতীয় জীবনে ঘটনাবহুল ২০১৯ সালটি ছিল অনেক গুরুত্বপূর্ণ।নতুন বছরে নতুন সরকার গঠন, বিরোধীদের নতুন লক্ষ্য নিয়ে পথ চলার বছর শেষে রাজনীতি, অর্থনীতিসহ সব ক্ষেত্রে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবনিকাশ চলছে। নতুন বছরে নেয়া হয়েছে নতুন পরিকল্পনা। নতুন বছরের শুরুতেই নির্বাচনী উত্তাপ ঢাকা সিটি করপোরেশনে। দেশের প্রাণকেন্দ্র ঢাকায় সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচনী রাজনীতিতে নতুন বার্তা নিয়ে আসবে এটিই আশা করছেন সাধারণ মানুষ। নতুন বছরে অর্থনীতিতে সুবাতাস বইবে। রাজনীতিতে সম্প্রীতি আর সুদিন ফিরে আসবে। সমাজের বৈষম্য ঘুচে সমতা ফিরবে এমন প্রত্যাশা রেখে দেশবাসী, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবার প্রতি রইলো ইংরেজি নববর্ষ ২০২০-এর অফুরান শুভেচ্ছা।