শিরোনাম :
বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১১:৩৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / 32
তরুণীকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার ওই তরুণী নিজে রাজধানীর ভাটারা থানায় এমন অভিযোগ করেন।
তিনি এজাহারে বলেন, রোববার সকাল ৮টার দিকে অজ্ঞাত পরিচয় চার-পাঁচজন সিকিউরিটি গার্ড বাসায় প্রবেশ করে। এ সময় বাসায় একা থাকা ওই তরুণীকে তুলে নিয়ে যায়। পরে মাদানী এভিনিউয়ে নার্সারিতে নিয়ে তাকে মারধর করে এবং তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়া হয়।
সকাল ১১টার দিকে ওই তরুণী বিষয়টি তার মাকে জানায়। এসময় পুলিশের সহায়তা নিয়ে তার মা ও বোন নার্সারিতে প্রবেশ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্যাতনকারীরা কৌশলে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মো. আসাদুজ্জামান বলেন, তরুণীকে মারধর করা এবং তার চুল কেটে ন্যাড়া করা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
নিউজ লাইট ৭১
Tag :