শিরোনাম :
ভোট চাইতে গিয়ে তিনি কেঁদেছেন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / 113
নিউজ লাইট ৭১ রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বছরের শুরুতে তিনি কোন বক্তিগত কারণ বা অন্য কারণে কাঁদেননি বরং তিনি কেঁদেছেন ভোট চাইতে গিয়ে।
বুধবার (১ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট চাইতে যান তাপস। এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
তাপস জানান, জনগণের সেবা করতেই নেত্রী তাকে এ দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, এ দায়িত্ব আমি সততা, নিষ্ঠার সঙ্গে পালন করবো। নির্বাচিত হলে প্রথম ৯০ দিনের মধ্যে ঢাকাবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, ইশতেহার প্রণয়ের কাজ চলছে, মেয়র প্রার্থী হিসেবে নতুন হলেও সংসদ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগানো হবে।
Tag :