‘মায়ের পা ধুয়ে’ ভালোবাসা দিবস পালন করলো শিশুরা
- আপডেট টাইম : ০৮:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / 34
টাঙ্গাইলে বিশ্ব ভালোবাসা দিবসে মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন করলো শিশুরা। ভালোবাসা দিবসের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠানে আয়োজন করেছে টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারী নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান। ভালোবাসা দিবসের দিনটি সাজানো হয়েছে শিশুদের নিয়ে। যেখানে শিশুরা মায়ের পা ধুয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শহরের এসপি পার্কে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুল ৫ম বারের মতো ভিন্ন আঙ্গিকে আয়োজন করেছে বিশ্ব ভালোবাসা দিবস। সকাল থেকে মা- বাবার হাত ধরে শিক্ষার্থীরা পার্কে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয় অনুষ্ঠানস্থল। পার্কে সারিবদ্ধ হয়ে বসেন মায়েরা। তাদের সন্তানেরা মগে পানি নিয়ে একসাথে দেড় শতাধিক মায়ের পা ধুয়ে দিয়ে ভালোবাসা প্রকাশ করেন এবং ভালোবাসার গানসংবলিত মায়ের গলায় মেডেল পড়িয়ে দেয় শিশুরা। এমন ভালোবাসা পেয়ে শিশুদের জড়িয়ে ধরে আগেবে আপ্লুত হন মায়েরা। ভালোবাসা দিবসের এরকম অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুরা আনন্দে মেতে উঠে।
অভিভাবক সামিমা নাসরিন সিথী বলেন, সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা পাবো কখনও কল্পনা করিনি। শিশুদের ছোট থেকে যা শেখানো হবে, বড় হয়ে তারা তা অনুসরণ করবে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এরকম অনুষ্ঠানের মাধ্যমে ছোট থেকে মা- বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হবে।
শিশু নীলাদ্রি খান বলেন, আমি মায়ের পা ধুয়ে দিয়েছি। মাকে মেডেল পড়িয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে।
মুগ্ধ বলেন, আমি মাকে অনেক ভালোবাসি। মা যখন অফিসে থাকে আমি খুব মিস করি। আজকে মাকে সারাদিন পেয়েছি। মায়ের পা ধুয়ে দিয়েছি। এখানে সকল বন্ধুরা অনেক মজা করেছি। টিচার আমাদের মজার মজার অনেক চকলেট উপহার দিয়েছে।
হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, আমরা মনে করি ভালোবাসা দিবসে ভালোবাসা পাওয়ার প্রথম ভাগীদার মা-বাবা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোন বিশেষ দিন প্রয়োজন হয় না। বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই এই আয়োজন করে থাকি। আমরা প্রতিটি শিশুকে শিখিয়ে থাকি বড় হয়ে ভালো মানুষ হতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ডেইলী স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল, রাইট ফেয়ারের চেয়ারম্যান ফরিদ আহমেদ সাথী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন জান্নাত জিরিয়া খান ছোঁয়া।
টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। শিশুরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান দেখিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমন অনুষ্ঠান আমি প্রথম দেখলাম। এই সমস্ত ব্যতিক্রমী অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই।
নিউজ লাইট ৭১