ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহবান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 32

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি. শিবকুমার নাইডু ও বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের সঙ্গে মানবসম্পদ মন্ত্রণালয়ের ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা (ছবি : নিউজ লাইট ৭১)

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতকরণের আহবান জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। বুধবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি. শিবকুমার নাইডুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহবান জানান।

সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সময় তারা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশদ আলোকপাত করেন।

এ সময় হাই কমিশনার মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি নিয়োগ আরও বেগবান করতে এবং স্বল্প ব্যয়ে আরও অধিক সংখ্যক কর্মী নিয়োজনে বর্তমানে প্রচলিত নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণে সম্ভাব্য পদক্ষেপসমূহ প্রস্তাবনা আকারে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর নিকট তুলে ধরেন।

তিনি প্রস্তাবনা সমুহের উপর আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণের জন্য দ্রুত দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ এর সভা আয়োজনের অনুরোধ জানান। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যৌথ ওয়ার্কিং গ্রুপ এর সভার গুরুত্ব বিবেচনায় আগামী মার্চ মাসে সভা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগে অন্যতম বৃহত্তর সোর্স কান্ট্রি হিসাবে তিনি বাংলাদেশকে সকল প্রকার সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি দেন বলে জানা গেছে।

এছাড়াও বাংলাদেশের হাই কমিশনার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীকে রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় অনথি ভুক্ত বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। প্রতারণা এড়াতে সরাসরি উপযুক্ত কোম্পানির মাধ্যমে বৈধতা নিতে সতর্ক করা হয়েছে। ইতোপূর্বে বৈধতা চলাকালে নানানভাবে প্রতারণা হবার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এ জন্য প্রতারকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হাইকমিশনার মালয়েশিয়ার মন্ত্রীকে অনুরোধ করেছেন।

বৈঠকে, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগির, মিনিস্টার লেবার মো. নাজমুছ সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মো. হাসান তারিক মণ্ডল, কাউন্সিলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী, শ্রম শাখার প্রথম সচিব এসএম জাহিদুর রহমান, ২য় সচিব শ্রম সুমন কুমার দাস ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহবান

আপডেট টাইম : ০৭:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতকরণের আহবান জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। বুধবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি. শিবকুমার নাইডুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহবান জানান।

সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সময় তারা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশদ আলোকপাত করেন।

এ সময় হাই কমিশনার মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি নিয়োগ আরও বেগবান করতে এবং স্বল্প ব্যয়ে আরও অধিক সংখ্যক কর্মী নিয়োজনে বর্তমানে প্রচলিত নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণে সম্ভাব্য পদক্ষেপসমূহ প্রস্তাবনা আকারে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর নিকট তুলে ধরেন।

তিনি প্রস্তাবনা সমুহের উপর আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণের জন্য দ্রুত দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ এর সভা আয়োজনের অনুরোধ জানান। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যৌথ ওয়ার্কিং গ্রুপ এর সভার গুরুত্ব বিবেচনায় আগামী মার্চ মাসে সভা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগে অন্যতম বৃহত্তর সোর্স কান্ট্রি হিসাবে তিনি বাংলাদেশকে সকল প্রকার সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি দেন বলে জানা গেছে।

এছাড়াও বাংলাদেশের হাই কমিশনার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীকে রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় অনথি ভুক্ত বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। প্রতারণা এড়াতে সরাসরি উপযুক্ত কোম্পানির মাধ্যমে বৈধতা নিতে সতর্ক করা হয়েছে। ইতোপূর্বে বৈধতা চলাকালে নানানভাবে প্রতারণা হবার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এ জন্য প্রতারকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হাইকমিশনার মালয়েশিয়ার মন্ত্রীকে অনুরোধ করেছেন।

বৈঠকে, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগির, মিনিস্টার লেবার মো. নাজমুছ সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মো. হাসান তারিক মণ্ডল, কাউন্সিলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী, শ্রম শাখার প্রথম সচিব এসএম জাহিদুর রহমান, ২য় সচিব শ্রম সুমন কুমার দাস ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button