থার্টিফাস্ট নাইটে বাড়ির ছাদসহ যে কোনো খোলা জায়গায় অনুষ্ঠানে করা যাবে না
- আপডেট টাইম : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / 224
নিউজ লাইট ৭১ রিপোর্ট: থার্টিফাস্ট নাইটে সন্ধ্যার পর ঘরের বাইরে উন্মুক্ত স্থানে যেকোনও ধরনের অনুষ্ঠানের আয়োজন না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
সোমবার (৩০ ডিসেম্বর) এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, থার্টিফাস্ট নাইটে বাড়ির ছাদসহ যে কোনো খোলা জায়গায় অনুষ্ঠানে করা যাবে না। এছাড়া রাজধানীর গুলশান, বারিধারা ও হাতিরঝিল এলাকায় ৩১ ডিসেম্বর রাত ৮টার পর কাউকে ঢুকতে দেয়া হবে না।
৩১ ডিসেম্বর রাতে নববর্ষ উদযাপনের নামে যে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য সরকার সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, ‘থার্টিফার্স্ট’ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা সংস্থা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।