মুসলিমদের বহিষ্কারের ষড়যন্ত্র হচ্ছে
- আপডেট টাইম : ১০:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / 90
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, সরকার মুসলিমদেরকে দেশ থেকে বহিষ্কার করার ষড়যন্ত্র করছে।
শনিবার দিবাগত রাতে হায়দ্রাবাদের দারুসসালামে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
ওয়াইসি বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র সমালোচনা করে ওই আইনকে ‘মুসলিম বিরোধী’ বলে অভিহিত করে এথেকে ‘ধর্মীয় সংখ্যালঘু’ শব্দ অপসারণের দাবি জানিয়েছেন।
ওয়াইসি বলেন, ‘মুসলিম তারাই যারা ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
তিনি বলেন, ‘অসমে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর হওয়ার পরে যারা ওই তালিকা থেকে বাদ পড়েছে তাদের নিয়ে সরকার কী করবে? এ লোকদের সম্পর্কে সরকারের মনোভাব কী তা জানাক। অসমের এক মন্ত্রী বলেছেন যে তিনি মুসলিমদের বহিষ্কার করবেন এবং হিন্দুদের নাগরিকত্ব দেবেন। এভাবে সরকার নিজেও গুজব ছড়াচ্ছে।’
তিনি বলেন, দেশ বিভাগের সময়, ভারতীয় মুসললিমরা জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বকে অস্বীকার করে ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ওয়াইসি বলেন, বিজেপি দেশে কালো আইন এনেছে। এই লড়াই কেবল মুসলিমদের নয় বরং দলিত, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্যও। তিনি এসময়ে জনগণকে ‘সংবিধান বাঁচাও দিবস’ পালন করার আবেদন জানান।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মুসলিমসহ বিভিন্ন ধর্মীয়, বিভিন্ন ভাষাভাষী মানুষজন ও রাজনৈতিক দল। গত কিছুদিন ধরে চলা আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে এপর্যন্ত কমপক্ষে ২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।