১২ সিটি কর্পোরেশনকে লিগ্যাল নোটিশ
- আপডেট টাইম : ০৪:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- / 29
জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জে আর খান রবিন স্থানীয় সরকার সচিবসহ ১২ সিটি করপোরেশনে এই নোটিশ পাঠান।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, রাজধানী ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী নিজেই।
নোটিশে বলা হয়, এডিস মশা থেকে হওয়া ডেঙ্গু জ্বর বেশ বিপজ্জনক। ২০০০ সাল থেকে বাংলাদেশে এর প্রাদুর্ভাব শুরু হয়েছে। গণমাধ্যমগুলোর তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশি মৃত্যুর খবর এসেছে।
নোটিশে আরও বলা হয়, অনেক বেশি কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এডিস মশা কমছে না। উল্টো দিন দিন বাড়ছে। এ কারণে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে।
নিউজ লাইট ৭১