ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / 33

প্রতীকী ছবি।

খুলনা মহানগরীতে পুলিশ পরিচয়ে এক দম্পতিকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে খুলনা নগরীর আড়ংঘাটা থানার বাইপাস সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী ওই নারীর স্বামী বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি ও তার স্ত্রী আড়ংঘাটা বাজার এলাকায় ঘুরতে বের হন। সেখানে চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করেন। পরে দুজনের দেহ তল্লাশি করা হয়। তাদের কাছে কিছু না পেয়ে নিকটবর্তী একটি বাড়িতে নিয়ে যান ওই চারজন। সেখানে প্রথমে ওই ব্যক্তিরা স্বামীকে বেঁধে ফেলেন এবং তার স্ত্রীকে বাড়ির ছাদে নিয়ে চারজন পালাক্রমে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর স্বামী আরও বলেন, ধর্ষণের সময় তারা ভিডিও ধারণ করে রাখেন। ঘটনাটি কাউকে জানানো হলে ইন্টারনেটে ভাইরাল করে দেবে বলে হুমকি দেন। এরপর রাত ১২টার দিকে ছাড়া পান ওই স্বামী-স্ত্রী।

এ ব্যাপারে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ভুক্তভোগী পরিবার আমাদের ঘটনার কথা জানিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

আপডেট টাইম : ১২:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

খুলনা মহানগরীতে পুলিশ পরিচয়ে এক দম্পতিকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে খুলনা নগরীর আড়ংঘাটা থানার বাইপাস সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী ওই নারীর স্বামী বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি ও তার স্ত্রী আড়ংঘাটা বাজার এলাকায় ঘুরতে বের হন। সেখানে চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করেন। পরে দুজনের দেহ তল্লাশি করা হয়। তাদের কাছে কিছু না পেয়ে নিকটবর্তী একটি বাড়িতে নিয়ে যান ওই চারজন। সেখানে প্রথমে ওই ব্যক্তিরা স্বামীকে বেঁধে ফেলেন এবং তার স্ত্রীকে বাড়ির ছাদে নিয়ে চারজন পালাক্রমে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর স্বামী আরও বলেন, ধর্ষণের সময় তারা ভিডিও ধারণ করে রাখেন। ঘটনাটি কাউকে জানানো হলে ইন্টারনেটে ভাইরাল করে দেবে বলে হুমকি দেন। এরপর রাত ১২টার দিকে ছাড়া পান ওই স্বামী-স্ত্রী।

এ ব্যাপারে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ভুক্তভোগী পরিবার আমাদের ঘটনার কথা জানিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ লাইট ৭১