পতাকা ১০ টাকা
- আপডেট টাইম : ১১:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / 31
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতি বছর এই মাসে শুরু হয় জাতীয় পতাকা বিক্রির ধুম। বাঙালি জাতির এক আনন্দের মাস। প্রতি বছর এই মাসে লাল-সবুজ পতাকার গুরুত্ব থাকে বেশি। আর এ সময় বিভিন্ন মাপের বাংলাদেশের জাতীয় পতাকা বিক্রি করে জীবন-জীবিকা চালান দিনাজপুরের হাসান।
দেখা যায়, বোচাগঞ্জে প্রধান প্রধান রাস্তা ও বাজারে পায়ে হেঁটে পতাকা বিক্রি করছে দিনাজপুরের হাসান। হাতে রয়েছে ছোট, মাঝারি, বড় আকারের পতাকা। প্রতিটি বড় আকারের লাল-সবুজ পতাকা ১৫০ টাকা, মাঝারি ১০০ টাকা, ছোট আকারের ২০ থেকে ৩০ টাকা, মাথার ফিতা ১৫ টাকা, রবার ফিতা ২০ টাকা, লাঠি পতাকা ১০ টাকা দরে বিক্রি করছেন তিনি।
স্থানীয়রা বলেছেন, বিজয়ের মাসে সরকারি-বেসরকারি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির ছাদ, যানবাহনের সামনে-এমনকি গ্রামাঞ্চলে বাইসাইকেলের সামনেও জাতীয় পতাকা ওড়ান অনেকেই। এজন্য বিজয়ের মাস এলেই দেশজুড়ে জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। আর এই সুযোগে মৌসুমী ব্যবসায়ীরা হাট-বাজারে ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করছেন। শুধু পতাকা নয়, হাতে ও মাথায় বাঁধার মতো লাল-সবুজ ব্যাচও বিক্রি করছে। আর ১৬ ডিসেম্বরে লাল-সবুজ পতাকা হাতে দেখা মেলে অসংখ্য শিশু-কিশোরদের।
বোচাগঞ্জে পতাকা বিক্রি করতে আসা হাসান বলেন, ‘বিজয়ের মাস ছাড়া অন্য সময় দিনাজপুর রেলওয়ে ইত্যাদি বই ঘরে যে কোন সাইজের পতাকা,ক্যালেন্ডার ব্যাচ, প্রধান মন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ নানা ধরনের বই বিক্রি করে থাকি। এ মাসে পতাকার চাহিদা বেশি থাকে। তাই এ কাজ করছি।
বোচাগঞ্জে পতাকা বিক্রি করতে আসা হাসান বলেন, ‘বিজয়ের মাস ছাড়া অন্য সময় দিনাজপুর রেলওয়ে ইত্যাদি বই ঘরে যে কোন সাইজের পতাকা,ক্যালেন্ডার ব্যাচ, প্রধান মন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ নানা ধরনের বই বিক্রি করে থাকি। এ মাসে পতাকার চাহিদা বেশি থাকে। তাই এ কাজ করছি।
নিউজ লাইট ৭১