মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৯:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / 25
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকা থেকে মানব পাচারকারী চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম ইউনিটের মানব পাচার অপরাধ দমন শাখা। গ্রেপ্তারকৃতের নাম- কানিজ ফাতেমা (৪০)।
সোমবার সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় সিরিয়াস ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার শেখ মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কানিজসহ এই চক্রের কয়েকজন সদস্য গত বছরের ২০ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা মামলার (নং-৪৩) আসামি।
সিআইডির অতিক্তি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, গ্রেপ্তার কানিজ চক্রের অন্যদের সহায়তায় বিভিন্ন বয়সের মেয়েদের ভারতে মোটা বেতনে সেলাইয়ের কাজে নিয়োজিত করার প্রলোভন দেখিয়ে মানব পাচারকারী চক্রের কাছে অর্থের বিনিময়ে হস্তান্তর করতেন।
পরে চক্রটি সাতক্ষীরা এবং যশোর সীমান্ত দিয়ে ভিকটিমদের ভারতে পাচার করতো। পাচারকারী চক্র ভারতে নিয়ে তাদেরকে পতিতালয়ে বিক্রি করে দিতো এবং সেখানে তাদের শারীরিকভাবে নির্যাতন করে অনৈতিক কাজে বাধ্য করতো।
আজাদ রহমান জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডির মানব পাচার অপরাধ দমন শাখা কাজ করছে।
নিউজ লাইট ৭১