৮৪ কেজি গাঁজা, ২ মাদক কারবারি আটক
- আপডেট টাইম : ০৮:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- / 34
কিশোরগঞ্জের ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার (৩০ নভেম্বর) রাত তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটালের মোড় এলাকায় মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত ফকির মিয়ার ছেলে মো. রিয়াদ (২৩) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি এলাকার লাল মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫)।
ভৈরব র্যাব ক্যাম্প বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২,এর সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে বুধবার (৩০ নভেম্বর) রাত ৩টার দিকে ভৈরবের নাটালের মোড় এলাকায় মাইক্রোবাসসহ মাদক কারবারি জাকির ও রিয়াদকে আটক করা হয়। সে সময় গাড়িটি তল্লাশী করে ২৫ বান্ডিলে ৮৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজ লাইট ৭১