ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্দান্ত জয় পেলো আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / 25

কাতার বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমে ৫-০ ব্যবধানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে আলবিসেলেস্তেরা। সাফল্যের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন ফুটবলারদের। ১৭ তম মিনিটে মেসির অ্যাসিস্টে আরব আমিরাতের জালে প্রথম বল জড়ান জুলিয়ান আলভারেজ।

প্রথম গোলের পর যেন আরো নিজেদের আক্রমণের হার আরো বাড়িয়ে দেয় লিওনেল স্কালোনির দল। সেই ধারাবাহিকতায় ২৫তম মিনিটে দলের হয়ে আনহেল ডি মারিয়া দ্বিতীয় গোলটি করেন।

নিজের প্রথম গোল পেয়ে আরো বিধ্বংসী হয়ে উঠেন জুভেন্টাস তারকা ডি মারিয়া। প্রথামার্ধের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে স্কোরশিটে নাম লেখান মেসি। বাম প্রান্ত থেকে তার শট এবার ঠেকানোর উপয়ান্তরই খুঁজে পাননি প্রতিপক্ষ গোলরক্ষক। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আমিরাত ম্যাচে ফেরার জন্য কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। উল্টো ম্যাচের ৬০তম মিনিটে করিয়ার গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

এ জয়ের মধ্য দিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকলো মেসির আর্জেন্টিনা। তিন বছরের বেশি সময় ধরে হারেনি স্কালোনির দল। এর মধ্যে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে তারা জিতেছে কোপা আমেরিকা। পরে লা ফিনালিসিমা ট্রফি জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে।

উল্লেখ্য, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। ‘সি’ গ্রুপে মেসিদের মুখোমুখি হবে সৌদি আরব। দ্বিতীয় ম্যাচে ২৭ নভেম্বর মেক্সিকোর এবং ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

দুর্দান্ত জয় পেলো আর্জেন্টিনা

আপডেট টাইম : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমে ৫-০ ব্যবধানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে আলবিসেলেস্তেরা। সাফল্যের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন ফুটবলারদের। ১৭ তম মিনিটে মেসির অ্যাসিস্টে আরব আমিরাতের জালে প্রথম বল জড়ান জুলিয়ান আলভারেজ।

প্রথম গোলের পর যেন আরো নিজেদের আক্রমণের হার আরো বাড়িয়ে দেয় লিওনেল স্কালোনির দল। সেই ধারাবাহিকতায় ২৫তম মিনিটে দলের হয়ে আনহেল ডি মারিয়া দ্বিতীয় গোলটি করেন।

নিজের প্রথম গোল পেয়ে আরো বিধ্বংসী হয়ে উঠেন জুভেন্টাস তারকা ডি মারিয়া। প্রথামার্ধের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে স্কোরশিটে নাম লেখান মেসি। বাম প্রান্ত থেকে তার শট এবার ঠেকানোর উপয়ান্তরই খুঁজে পাননি প্রতিপক্ষ গোলরক্ষক। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আমিরাত ম্যাচে ফেরার জন্য কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। উল্টো ম্যাচের ৬০তম মিনিটে করিয়ার গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

এ জয়ের মধ্য দিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকলো মেসির আর্জেন্টিনা। তিন বছরের বেশি সময় ধরে হারেনি স্কালোনির দল। এর মধ্যে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে তারা জিতেছে কোপা আমেরিকা। পরে লা ফিনালিসিমা ট্রফি জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে।

উল্লেখ্য, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। ‘সি’ গ্রুপে মেসিদের মুখোমুখি হবে সৌদি আরব। দ্বিতীয় ম্যাচে ২৭ নভেম্বর মেক্সিকোর এবং ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা।

নিউজ লাইট ৭১